সম্প্রতি পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর রাতারাতি নিরাপত্তা বাড়ানো হয়েছিল সলমন খানের (Salman Khan) কারণ যে গ্যাংস্টার জেলে বসে সিধু মুসেওয়ালা খুনের ছক কষেছিল সে একটি সময় সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন।
এবার ভাইজানকে দেওয়া হল হুমকির চিঠি। হুমকি চিঠি পেলেন সলমন খান ও তাঁর বাবা সেলিম খান। আজ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা।
জানা গিয়েছে, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
যাকে দেখে বলিউডের অনেক কর্মীরাই এখনও কাপে। যার একটা সিদ্ধান্তে অনেক অভিনেতা-অভিনেত্রীর জীবন এদিক থেকে ওদিক তোলপাড় হতে পারে। তাকেই নাকি দেওয়া হচ্ছে হুমকি চিঠি! যা দেখে হতভম্ব পুলিশ। সম্প্রতি পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। আর তারপরেই সলমন খানকে খুনের আতঙ্ক-বেরেছে মুম্বাইতে।