বড় পর্দায় ফিরছে ‘শক্তিমান’, টিজারেই চমক দেশি সুপারম্যানের

রবিবার বেলা মানেই টিভির পর্দায় শক্তিমান । ছোটদের পছন্দের ঘরের গদাধর যেন ছিল পরিবারের একজন, সকলের প্রিয় এই সুপার হিরো বারে বারে উঠে আসত খবরের…

short-samachar

রবিবার বেলা মানেই টিভির পর্দায় শক্তিমান । ছোটদের পছন্দের ঘরের গদাধর যেন ছিল পরিবারের একজন, সকলের প্রিয় এই সুপার হিরো বারে বারে উঠে আসত খবরের শিরোনামে, কখনও জনপ্রিয়তাকে কেন্দ্র করে, কখনও আবার আসত বেশ কিছু শিশুর দুঃসাহসিক পদক্ষেপকে কেন্দ্র করে। যেখানে শক্তিমানকে সাবধান করতে দেখা যেত বারে বারে, ধারাবাহিকের শেষে এসে তিনি জানাতেন, কোনও রকমের স্টান্ট যেন ছোটরা বাড়িতে না করে।

   

ছোটদের সেই প্রিয় বন্ধু শক্তিমান ফিরছে আবার, তবে ছোট পর্দায় নয়। বৃহস্পতিবারই মিলল নয়া চমক।ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড ও মুকেশ খান্না’স ভীশম ইন্টারন্যাশনাল-র যৌথ উদ্যোগে নয়ের দশকের ছেলে মেয়েদের দেখা সুপারহিরো ফিরতে চলেছে বড় পর্দায়। বৃহস্পতিবার সোনি পিকচার’স ইন্ডিয়ার টুইটার পেজ থেকে করা হল আনুষ্ঠানিক ঘোষণা।

ভারতের সবথেকে জনপ্রিয় সুপারহিরো ‘শক্তিমানের’ স্বত্ত্ব কিনেছে সোনি পিকচার। শোনা যাচ্ছে এটি একটি ট্রিলজি আকারেরই আনতে চলেছেন প্রযোজনা সংস্থা। বলিউডের অন্দরের কানাঘুষো শোনা যাচ্ছে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে বিটাউনের কোন বড় তারকাকে। পরিচালকও হবেন কোনও পরিচিত মুখ। কিন্তু, সিনেমাটা কোথায় মুক্তি পাবে কোনও ওটিটি প্ল্যাটফর্ম নাকি সিনেমা হল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি সোনি পিকচারস। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির একটি টিজার শেয়ার করেন।

যদিও এখনও ছবি মুক্তির তারিখ ঘোষণা করেনি বা পর্দায় চরিত্রটি কে অভিনয় করবে তাও সামনে আসেনি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের মতে, এই প্রজেক্টে ‘বলিউডের অন্যতম প্রধান সুপারস্টার’ অভিনয় করবেন এবং ‘শীর্ষ নাম’ দ্বারা পরিচালিত হবে। শক্তিমান মূলত একটি টিভি সিরিজ যা ১৯৯৭ সালে দূরদর্শনে সম্প্রচার শুরু হয়েছিল। নাম ভূমিকায় মুকেশ খান্না অভিনীত, এতে কিটু গিদওয়ানি, বৈষ্ণবী, সুরেন্দ্র পাল এবং টম অল্টারের কাস্ট ছিল। শো-টি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্বের জন্য চলে। শক্তিমান চরিত্রটি এক অতিপ্রাকৃত শক্তি ধারণকারী একটি সুপারস্টার, যাকে বিশ্বের খারাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বদাই দেখা গিয়েছে।