বাংলা টেলিভিশন জগতের এক কিংবদন্তি অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। একাধারে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ একাধিক বড় অভিনেতার বিপরীতে কাজ করেছেন তিনি। ৮৫ বছর বয়সে পৌঁছে ও বাংলা চলচ্চিত্র জগতে একাধিক ছবি এবং ধারাবাহিকে কাজ করছেন সাবিত্রী।
তার কর্মজীবনের মতো ব্যক্তিগত জীবনেও রয়েছে একাধিক অজানা গল্প যা কিছুটা হয়তো লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা “সত্যিই সাবিত্রী” পড়লে জানা যায়। তবে এবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশ পেতে চলেছে বড় পর্দায়। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় তার লেখা “সত্যিই সাবিত্রী” বইটি এবার টিভির পর্দায় করতে চলেছেন।
এই নিয়ে সাবিত্রী চ্যাটার্জী বলেন ‘সত্যি সাবিত্রী’ এবার বইয়ের পাতা থেকে পর্দায় উঠে আসবে। বায়োপিক তৈরির বিষয়ে সাবিত্রী বলেন, ‘জানেন, ‘সত্যি সাবিত্রী’ বই নিয়ে এবার সিনেমা তৈরি হচ্ছে। আমার বায়োপিক তৈরি হচ্ছে। আমার খুব ভালো লাগছে। বেশ আনন্দ হচ্ছে’।
এই ছবি নিয়ে লিনা গঙ্গোপাধ্যায়ের মুখ খোলেন, তিনি বলেন ‘আমি এবং শৈবাল (শৈবাল বন্দ্যোপাধ্যায়) মিলে ‘সত্যি সাবিত্রী’ নিয়ে ছবি তৈরি করব। তবে এখনই বলব না যে এটি সিনেমার আকারেই তৈরি হবে। এটা বলতে চাই না। আমরা ওয়েব সিরিজও তৈরি করতে পারি। সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি’।