ছুটির অবসরে কোথায় গেলেন রূপসা? দেখুন ছবিতে

কয়েকদিন আগেই জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay)। জন্মদিনের পার্টিতে নীল চকচকে পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। এবার তিনি বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। সেই…

Rupsha Mukhopadhyay

short-samachar

কয়েকদিন আগেই জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay)। জন্মদিনের পার্টিতে নীল চকচকে পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। এবার তিনি বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী।

   

Rupsha Mukhopadhyay

সম্প্রতি ছুটি কাটাতে হিমাচল প্রদেশের কসৌলীতে (Kasauli) রয়েছেন রূপসা (Rupsha Mukhopadhyay)। সেখান থেকেই তাঁর সকাল মিডিয়াতে পোস্ট করছেন ছবি। রবিবার তাঁর পোস্ট করা ছবিতে নীল-কালো সোয়েটার পরে বসে আছেন রূপসা। ছবির পটভূমিতে রয়েছেন পাহাড়ি পাইন গাছের সারি। সেই গাছগুলির দিকেই তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “বিশ্বের শীর্ষে (On top of the world)। “

এছাড়া সোমবার কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী (Rupsha Mukhopadhyay)। কয়েকটি ছবিতে একটি কাফের সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিতে নীল-কালো সোয়েটার, লাল টপ এবং শর্টস পরে আছেন রূপসা। এর সঙ্গে তিনি রেখেছেন লম্বা চুল। তাঁর চোখে রয়েছে সানগ্লাস। ওপর কয়েকটি ছবিতে একটি ক্যাফেতে রয়েছেন রূপসা। তাঁর সামনে রাখা রয়েছে লম্বা একটা মিল্কশেক। ছবির পটভূমিতে রয়েছে পাহাড়ি নদী ও পাইন গাছের সারি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উপযুক্ত পরিবেশে (Picture Perfect Randomness)। “

Rupsha Mukhopadhyay

এছাড়াও একটি ভিডিও শেয়ার করেছেন রূপসা (Rupsha Mukhopadhyay)। সেখানে ওই ক্যাফেতে বসে আছেন রূপসা। টিপ্ টিপ্ বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। এই সবের মাঝেই নীল-কালো সোয়েটার ও লাল টপ পরে বসে আছেন রূপসা। এই ক্যাফেটি নানান ফুলে সুসজ্জিত। ছবিগুলির মতোই এই ভিডিওতে রয়েছে পাহাড়ি নদী ও পাইন গাছের সারি।

সোহিনী-শোভনের বিয়ের দিনে কী বার্তা দিলেন রণজয় ও স্বস্তিকা?

টেলিভিশন জগৎ দিয়েই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay)। ‘এসো মা লক্ষ্মী’, ‘ভালোবাসা ভালোবাসা’ ‘সাত ভাই চম্পা’ প্রমুখ টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘লগন বয়ে যায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন রূপসা।

তবে পথিকৃৎ বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ (Ke Tumi Nandini) দিয়ে আলোচনায় আসেন তিনি।অভিনেতা বনি সেনগুপ্তর (Bony Sengupta) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘আবার অরণ্যের দিনরাত্রি’, অরিন্দম রায় এর হিন্দি ছবি ‘রাম’ (R.A.M) চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এম.এন. রাজ্ পরিচালিত ‘জান্নাত’ (Jannat) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।