Rupam-Arijit: অরিজিতে অভিমানী রুপম! কেন?

Rupam-Arijit

Rupam-Arijit: ‘নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিৎ-এর কনসার্টে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। যেটা কোনও প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু আজকে আমাদের দুজনের পাশাপাশি এখানে দাঁড়িয়ে থাকার পিছনে আছে একটা বড় প্ল্যানিং। অনেকদিন ধরে আমাদের কথা ছিল যে, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং শেষপর্যন্ত হয়তো একসঙ্গে কাজটাও করব।’ অরিজিতের সঙ্গে কাজ করা নিয়ে একসময় ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছিলেন রুপম। কিন্তু সে কাজ আর এগোয়নি কোনো কারণে।

Advertisements

এতদিন পর আবারও অকপট রুপম ইসলাম। অভিমানী সুরে বললেন, ‘অরিজিৎ অত্যন্ত ব্যস্ত মানুষ। ওঁর সঙ্গে কাজের যে প্রকল্পটা আমি ঘোষণা করেছিলাম, বা আমরা দুজন মিলে ঘোষণা করেছিলাম… আমি কিন্তু যে কাজগুলো নিয়ে ওর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে অপেক্ষা করছি। ও তো খুব ব্যস্ত। একজন আন্তর্জাতিক শিল্পী। ও যবে এই কাজে মন দিতে পারবে, তবেই হবে।’

Advertisements

অরিজিতের সঙ্গে নতুন গান না গাইতে পারে নিয়ে রুপম এদিন রুপম আরও জানান যে, ‘ এটা তো কোনও ফিল্মের কাজ নয়। এর পিছনে কোনও প্রযোজক নেই। এটা সম্পূর্ণ ওর আর আমার ইচ্ছের ব্যাপার। কিন্তু ও এত সিনেমার কাজে জড়িত আছে, যে মনে হয় না হুট করে সময় দেবে বলে বা সময় দিতে পারবে বলে। এটা যদি কোনও সিনেমার কাজ হত, তাহলে হয়তো ও সময় দিতে পারত। কারণ সেখানে সময়ের ব্যাপার থাকে। প্রযোজক চাপ দেয়, ১০ দিনের মধ্যে করতে হবে। এখানে সেরকম কোনও চাপ দিচ্ছি না। ও যবে ভালোবেসে করবে, তবেই হবে। আমি তৈরি। ও এলেই হবে।’