যৌনকর্মীদের জন্য বিনোদিনী একটি নটীর উপাখ্যানের বিশেষ স্ক্রিনিং

জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটির মুক্তির পর দর্শক মহলে ব্যাপক প্রসংসিত…

rukmini-maitra-special-screening-binodini-ekti-natir-upakhyan-sex-workers

জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটির মুক্তির পর দর্শক মহলে ব্যাপক প্রসংসিত হয়েছে। কিন্তু ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বরং এর সঙ্গে এক সামাজিক উদ্যোগও যুক্ত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি শহরের যৌনকর্মীদের (Sex Workers) জন্য এই ছবির বিশেষ স্ক্রিনিং (Special Screening) আয়োজন করা হয়। এই আয়োজনটি ছিল একেবারে অন্যরকম, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বিশেষ স্ক্রিনিংটি আয়োজন করা হয়েছিল বিনোদিনী থিয়েটারে। যেখানে শহরের যৌনকর্মীদের জন্য ছবিটি প্রদর্শন করা হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন পর্দার বিনোদিনী অর্থাৎ রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) । রুক্মিণী মৈত্র ছবিতে প্রাণবন্ত অভিনয় দেখে দর্শকরা ব্যাপক প্রশংসা করেছেন। এদিন বিশেষ প্রদর্শনিতে একটি ছাই রঙের শাড়ি পরে উপস্থিত হন রুক্মিণী। অভিনেত্রী এক বয়স্কা মহিলার সঙ্গে হাত ধরে সিনেমা হলে প্রবেশ করেন। ছবি প্রদর্শনের পর রুক্মিণী মৈত্র যৌনকর্মীদের সঙ্গে ছবি তোলেন।

   

এই দেখে নেটিজেনরা রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, “ওঁকে নিয়ে যতটা কুৎসা রটানো হয়, অভিনয় নিয়ে যা ইচ্ছে তাই বলা হয়, ততটা খারাপ তো নন। বরং ভীষণ ভালো মনের মানুষ।” অন্য একজন বলেন, “খুব ভালো উদ্যোগ, সত্যিই প্রশংসনীয়।”

পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) ছবির কাহিনীটি এক ঐতিহাসিক নারী চরিত্র বিনোদিনীর জীবন অবলম্বনে রচিত। বিনোদিনী ছিলেন একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। বিনোদিনী ঐতিহাসিক কালের সমাজে একটি বিশেষ স্থান অধিকার করেছিলেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাই চরিত্রে মীর আফসার আলি, কুমার চরিত্রে ওম সাহানি, গিরিশ চন্দ্র ঘোষ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, রাঙা বাবু চরিত্রে রাহুল বসু, এবং রামকৃষ্ণদেব চরিত্রে চন্দন রায় সান্যাল অভিনয় করেছেন।