প্রেগন্যান্ট রীতেশ দেশমুখ! নায়কের বেবি বাম্পের ছবি ভাইরাল

মুম্বই: সকলকে চমকে দিয়ে উদাহরণ স্থাপন করলেন রীতেশ দেশমুখ । রাত পোহাতে না পোহাতেই তিনি প্রেগন্যান্ট। তাঁর বেবিবাম্পের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায় । নেটিজেনদের একাংশ…

riteish-deshmukh-baby-bump-go-viral

মুম্বই: সকলকে চমকে দিয়ে উদাহরণ স্থাপন করলেন রীতেশ দেশমুখ । রাত পোহাতে না পোহাতেই তিনি প্রেগন্যান্ট। তাঁর বেবিবাম্পের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায় । নেটিজেনদের একাংশ প্রথমে অবাক হলেও পরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রীতেশকে।

প্রকৃতপক্ষে, এটি হল রীতেশ অভিনীত ফিল্ম ‘মিস্টার মাম্মি’-র ফার্স্ট লুক। এই ফিল্মে দীর্ঘ দশ বছর পর রীতেশের বিপরীতে অভিনয় করছেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। কমেডি ধারার এই ফিল্মের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, শারীরিক ভাবে গর্ভবান এক পিতা শুয়ে শুয়ে মানসিক ভাবে আকাশ-পাতাল চিন্তায় ব্যস্ত। ফার্স্ট লুকে রীতেশ ও জেনেলিয়াকে পাশাপাশি শুয়ে থাকতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক শেয়ার করে জেনেলিয়া লিখেছেন, এটি একটি দারুণ মজার ফিল্ম। এরকম ফিল্ম এর আগে বলিউডে তৈরি হয়নি। এই ফিল্মটি প্রাণ খুলে হাসানোর জন্য তৈরি হয়েছে।

মিস্টার মাম্মি’ ফিল্মে তুলে ধরা হয়েছে শৈশবের দুই বন্ধুর কথা। সন্তান ধারণ নিয়ে তাদের মত ভিন্ন। কিন্তু বিধির বিধানে দুজনের জন্যই রয়েছে এক আশ্চর্য চমক। ‘মিস্টার মাম্মি’ পরিচালনা করছেন শাদ আলি (Shaad Ali)। ভূষণ কুমার (Bhushan Kumar), কৃষণ কুমার (Krishan Kumar), শাদ আলি ও শিবা অনন্ত (Shiva Anant)-এর যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘মিস্টার মাম্মি’।

Advertisements

এর আগেও রীতেশ এই ধরনের আরও একটি ফিল্মে অভিনয় করেছিলেন যার নাম ছিল ‘মিস্টার ইয়া মিস’। এই ফিল্মে আফতাব শিবদাসানি (Aftab Shibdasani) মহিলায় রূপান্তরিত হয়ে গর্ভবতী হয়েছিলেন। কিন্তু এবার ঝুঁকিটা রীতেশ নিজেই নিচ্ছেন।