‘গোপনে বিয়ে সেরেছেন আলিয়া নাকি অন্য কিছু, আসল সত্যি জানুন

একেই বোধ হয় বলে মুখে মুখের কথার পাখনা গজায়। এক কথার আরেক মানে বার করলেন মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের প্রসঙ্গ উঠতেই…

Alia Bhatt and Ranbir Kapoor are married

একেই বোধ হয় বলে মুখে মুখের কথার পাখনা গজায়। এক কথার আরেক মানে বার করলেন মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’ এরপরই চারিদিকে রটে গিয়েছে, ‘গোপনে বিয়ে সেরে ফেলেছেন আলিয়া-রণবীর।

রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রেম করছেন! বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে সেরা খবর ছিল এটাই। গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, ঠিক তখনই রণবীর আর আলিয়া ঠিক করে ফেললেন, আর গোপন রাখবেন না তাঁদের প্রেম। তবে মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বার বার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একই ভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালবাসা উজাড় করে দেন রণবীর।

   

২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর এবং আলিয়া। সোনম কপূরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন দু’জনে। তখন যদিও ‘প্রেমটা টিকবে তো?’ জাতীয় একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন দুই তারকা-সন্তান। দীপিকা-ক্যাটরিনার সঙ্গে প্রেমের পর ঋষি-পুত্রের মন থিতু হয়েছিল মহেশ-কন্যার কাছে। সেই সম্পর্কের মেয়াদ নিয়েও চর্চার শেষ ছিল না। রণবীরের বর্ণিল অতীতের কথা মনে করে অনেকেই ভেবেছিলেন, বলিউডের বাকি দুই নায়িকার মতোই শেষমেশ রণবীরের প্রাক্তনের সুদীর্ঘ তালিকায় নাম জুড়বে আলিয়ারও।

তবে নিন্দুকের মুখে কালি দিয়ে এবছর চার হাত এক হতে চলেছে। শোনা যাচ্ছে চলতি বছর সাতপাকে বিয়ে করতে চলেছেন সেলেব জুটি। বিয়ের আসর বসবে রণথম্বে।