Padma Shree Awards 2023: অভিনেত্রী রবীনা ট্যান্ডনকে পদ্মশ্রী সম্মান

raveena tandon

৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার (Padma Shree Awards 2023) ঘোষণা করা হয়। এবার ২৬ জনকে দেশের সর্বোচ্চ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, যারা পদ্মশ্রীতে সম্মানিত হবেন। বলিউডের প্রবীণ অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের (raveena tandon) নামও রয়েছে এই তালিকায়।  শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাভিনা ট্যান্ডনকে এই পুরস্কার দেওয়া হবে।

Advertisements

ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন) এর জনক দিলীপ মহলানবিসকে মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। একটি সরকারী রিলিজ অনুসারে, পশ্চিমবঙ্গের ৮৭ বছর বয়সী ডাঃ মহলানবিস ওআরএস-এর ব্যাপক ব্যবহারের পথপ্রদর্শক, যা বিশ্বব্যাপী ৫০ মিলিয়নেরও বেশি জীবন বাঁচিয়েছে বলে অনুমান করা হয়।

   
Advertisements

এবার জলপাইগুড়ির জেলার মুকুটে জোড়া পালক। কারণ পদ্মশ্রী প্রাপকদের দুজন উত্তরবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। প্রথমজন হলেন ধনিরাম টোটো। টোটো ভাষার সংরক্ষণ ও অগ্রগতির প্রতি অবদানের জন্য এই সম্মান পেতে চলেছেন তিনি। দ্বিতীয় জন হলেন মঙ্গলাকান্তি রায়। শতায়ু এই পল্লিগীতি শিল্পীকে সম্মান জানাল কেন্দ্র।