গরমের দিনে সাদা পোশাকে চমক রশ্মিকার

সম্প্রতি রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিপরীতে ‘এনিম্যাল’ (Animal) ছবিতে অভিনয় করেছিলেন রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। ছবিটি পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাংগা (Sandeep Reddy Vanga)। তার আসন্ন ছবি ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তির অপেক্ষায়। এই ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) বিপরীতে দেখা যাবে তাকে। সম্প্রতি সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে একরঙা সাদা পোশাকে দেখা গিয়েছে তাকে।

যদিও গরমকালে নানান রঙের এবং ভিন্ন ডিজাইনের পোশাক পছন্দ করেন সাধারণ মানুষ, এই দিন, একরঙা পোশাককেই বেছে নেন অভিনেত্রী। গরমের দিনে অভিনেত্রীর সাদা পোশাক পড়া পোস্ট অনেককেই অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন ফ্যাশন ডিজাইনাররা।

   

ওই ছবিগুলিতে অভিনেত্রী একটি মিনি স্কার্টের সঙ্গে একটি চটকদার আইভরি টপ পড়েছিলেন। স্কার্ট টিতে ছিল সাইড স্লিট৷ পোশাকের ওপর রশ্মিকা পড়েছিলেন একটি ম্যাচিং ব্লেজার যা পোশাকটির একটি চটকদার মাত্রা যোগ করে। পোশাকের সঙ্গে বাছাই করে তিনি বড় হিলের জুতো পড়েছিলেন। গ্রীষ্মের নান্দনিকতার সাথে তাল মিলিয়ে চলার জন্য, তিনি ব্যবহার করেছিলেন ম্যাট গ্ল্যাম লিপস্টিক। এরই সঙ্গে অভিনেত্রীকে দেখা যায় খোলা চুলে।

এর আগে কালো পোশাক চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কালো রঙের কোরাল-লেয়ার গাউন এর সঙ্গে তিনি পরেছিলেন সূক্ষ্ম অলঙ্করণ। পোশাকটি তৈরী করেছিলেন মিশ্রু। এছাড়া কালো পোশাক এর সঙ্গে তিনি লাগান কাজল এবং ম্যাট ফিনিশ এর লিপস্টিক।

সাম্প্রতিক মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’ এর দ্বিতীয় গান ‘আঙ্গারণ’। শ্রেয়া ঘোষালের গাওয়া গানটি পছন্দ করেছেন সিনেমা প্রেমীরা। ‘পুষ্পা ২’ এর মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন