‘বুমেরাং’ এর প্রস্তাব কোনও অভিনেতার কাছে গেলেও তিনি ফেরাতেন না : রুক্মিণী

ভোটের পরেই শুক্রবার মুক্তি পেলো কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) পরিচালিত, এবং প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ৫০তম ছবি ‘অযোগ্য’ (Ajogya) এবং জিৎ-রুক্মিণী মৈত্র অভিনীত ‘বুমেরাং’ (Boomerang)। সাম্প্রতিক একটি…

rukmini and jeet

ভোটের পরেই শুক্রবার মুক্তি পেলো কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) পরিচালিত, এবং প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ৫০তম ছবি ‘অযোগ্য’ (Ajogya) এবং জিৎ-রুক্মিণী মৈত্র অভিনীত ‘বুমেরাং’ (Boomerang)। সাম্প্রতিক একটি নামী পত্রিকাকে সাক্ষাৎকার দেন তারা। নানা বিষয়ে প্রশ্ন করা হয় তাদের যার উত্তরও দেন জিৎ ও রুক্মিণী।

প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে প্রযোজক-অভিনেতা জিৎ (Jeet) জানান, যে সবার মাথায় রাখা উচিত যে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি হিসেবে ‘অযোগ্য’ (Ajogya) পঞ্চাশতম ছবি, আর তাদের এই প্রথম। ফলে কোনও প্রতিযোগিতা অনুভব করছেন না তিনি। তিনি এও মনে করিয়ে দেন যে বাংলা ইন্ডাস্ট্রি খুবই ছোট তাই প্রত্যেকটি চলচ্চিত্র চলা খুবই জরুরি। রুক্মিণী (Rukmini Maitra) ‘অযোগ্য’ এর নির্মাতাদের শুভেচ্ছা জানান এবং আশা রাখেন যে দুটো ছবিই ভালো চলবে।

   

এরপর জিৎ এর কাছে জানতে চাওয়া হয় যে তার আর রুক্মিনীর জুটি বাঁধতে এতো দিন সময় কেন লাগলো। উত্তর তিনি জানান যে চিত্রনাট্য এবং ভাল গল্পের ওভাবেই জুটি বাঁধতে পারেননি তারা।তিনি আরও জানান যে তার প্রযোজনা সংস্থা রুক্মিণীর সঙ্গে সুইৎজারল্যান্ডে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল ছিল। এরপর ও তারা অনেক ছবির প্রস্তাব তাকে দেওয়া হয় তবে রুক্মিণী রাজি হননি। তবে ‘বুমেরাং এর গল্প শুনে তিনি না করতে পারেননি। মজার ছলে রুক্মিণী যোগ করেন যে এই ছবির প্রস্তাব কোনও অভিনেতার কাছে গেলেও তিনি গল্প শুনে না করতেন না।

মহিলা রোবট-সংক্রান্ত ছবি হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই যে শহীদ কাপুর-কৃতি সানন অভিনীত ‘তেরি বাতো মেঁ এয়সা উলঝা জিয়া’এর সঙ্গে এই চলচিত্রের কোনও সাদৃস্সো রয়েছে কিনা। এর উত্তরে জিৎ জানান যে তাদের ছবি মূলত বাংলাদেশের নাটক ‘পুনরায় রুবি রায়’ এর ওপর আধারিত। এই নাটকটি কলকাতায় মঞ্চস্থ করেছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এর বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়।জিৎকে এরপর জিজ্ঞাসা করা হয় যে তার এবং স্ত্রী মোহনার দাম্পত্য জীবন কেয়াম ? ছবির মতনই কি স্ত্রীকে ভয় করেন তিনি? উত্তরে জিৎ জানান যে তারা দুজনেই পরস্পরকে শ্রদ্ধা করেন।

এরপর সুপারস্টার দেবের অনুরাগীদের সঙ্গে জিৎ এর অনুরাগীদের সমাজ মাধ্যমের রেষারেষি নিয়ে তাকে প্রশ্ন করা হলে, জিৎ জানান যে তার মতে ফ্যান ওয়ার সমাজমাধ্যমে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে দুজনের অনুরাগীরাই একে ওপরের ছবি দেখেন । দুই ফ্যানক্লাবের মধ্যে একে ওপরের প্রতি আনার আওহ্বান জানান তিনি।সর্বশেষে রুক্মিনীকে জিজ্ঞাসা করা হয় যে তারিখের দেখে দেব তাকে কি প্রতিক্রিয়া দিয়েছেন। তার উত্তরে রুক্মিণী জানান যে দেব তাদের ট্রেইলারটি অনেকবার দেখেছেন এবং রুক্মিনীর নেড়া মাথার লুক রাখার সাহসের জন্য ও সাধুবাদ জানিয়েছেন তিনি।