Ranojoy-Sohini: ‘আই লাভ ইউ’ বললেই ভালবাসা হয়ে যায় না’- সোহিনীর নতুন প্রেম নিয়ে অকপট রণজয়

Ranojoy-Sohini

Ranojoy-Sohini: ‘সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা। তাই আমায় নিয়ে গল্প।…কোনওদিন লুকিয়ে কিছু করিনি। সম্পর্ক হলে নিজেই বলব। ২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯-এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক’। সোহিনীর নতুন প্রেম নিয়ে অকপট রণজয় (Ranojoy Sohini)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

   

সোহিনীর নতুন প্রেমের গল্পে রণজয়ের অতীতে টান। বললেন, ‘দার্জিলিংয়ে অদ্ভুতভাবে সম্পর্কটা শুরু হয়েছিল। দু’বছর পর একই জায়গায় আবার আমাদের দেখা হয়েছিল। অনেক মুহূর্ত তৈরি হয়েছিল। লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বলে কিছু হয় না। এগুলো এক ধরনের বিলাসিতা। ভালবাসা একটা বড় চ্যাপ্টার। প্রথম দেখায় কাউকে ভাল লাগতে পারে। দায়িত্ব, পাশে থাকা, অনেক পরিস্থিতি একসঙ্গে কাটালে ভালবাসা হয়। খুব গভীর সম্পর্ক, যেখানে কখনও ভাঙন আসবে না। ‘আই লাভ ইউ’ বললেই ভালবাসা হয়ে যায় না।’

সোহিনীর যেমন নতুন প্রেমের গল্প আসছে, তেমনই রণজয়েরও প্রেমের গুঞ্জন উঠেছিল গুড্ডি সিরিয়ালের নায়িকার সঙ্গে। সে প্রসঙ্গে, রণজয় বলেছিলেন, ‘ভারতবর্ষে সিনেমা করলে বা সিরিয়াল করলে হিরো-হিরোইনদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বভাবিক (Ranojoy-Sohini)। সেখানেই তারা সাক্সেসফুল। হয়ত তারা মন দিয়ে কাজটা করেছে। প্রোজেক্ট শেষ হওয়ার পরেও লোকজন যদি এমনভাবে তাহলে হয়ত কোথাউ গিয়ে আমরা মন দিয়ে কাজটা করতে পেরেছিলাম।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF Music (@svfmusic)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন