প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছেন! অভিযোগ উড়িয়ে বিস্ফোরক Ranojoy Bishnu

Ranojoy Bishnu: ‘সম্প্রতি জানতে পেরেছি আমার কোনও একটি লুকসেটের ছবি দেখিয়ে নাকি বলা হচ্ছে যে, আমি একটি নতুন সিরিয়াল করতে চলেছি। সেখানে সুযোগ পাইয়ে দেওয়ার…

Ranojoy Bishnu

Ranojoy Bishnu: ‘সম্প্রতি জানতে পেরেছি আমার কোনও একটি লুকসেটের ছবি দেখিয়ে নাকি বলা হচ্ছে যে, আমি একটি নতুন সিরিয়াল করতে চলেছি। সেখানে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য নাকি অনেক অভিনেতার থেকে টাকাও নেওয়া হয়েছে। জেনেবুঝে টাকা বিনিয়োগ করুন। প্রতিভা থাকলে আরও খোঁজখবর নিয়ে তার পর অভিনয়ে আসুন। দয়া করে অভিনয়ের লোভে নিজেদের সর্বস্ব বিকিয়ে দেবেন না।’ আসলে সম্প্রতি, অভিনেতার নাম নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেতাদের থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণার চেষ্টা করছে অসাধু ব্যক্তিরা। রণজয়ের ছবি দেখিয়ে নাকি একজনের থেকে 60 লক্ষ ও একজনের থেকে 13 লক্ষ টাকা নেওয়াও হয়েছে। ভিডিয়ো পোস্টে অভিযোগ করে এমনটাই জানিয়ে সতর্ক করেছেন রণজয় বিষ্ণু।

Advertisements

অভিনেতা আরও লিখেছেন, ‘আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, তাই আমার প্রফেশনের দৌলতে বহু সময় আমরা অনেক ছবির লুক সেট করি কিন্তু ফাইনালি অনেক সময় সে ছবিগুলো করা হয়ে ওঠেনা কোন সময় ডেটের অভাবে কোন সময় টাকা পয়সা এবং বিভিন্ন কারণে, এইরকম কোন লুক সেটের ছবি দেখিয়ে আমি জানতে পেরেছি অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নেওয়া হয়েছে, প্রথম কথা এরকম ভাবে টাকা পয়সা দিয়ে অভিনয় করতে আসার এই বোকামিটা দয়া করে করবেন না। কিন্তু আমার তরফ থেকেই সতর্কীকরণ রইল যে আমার কাছে কিন্তু এই পুরো বিষয়টা সম্পর্কে কোন নলেজ নেই। তাই এর কোন রকম দায়ভারও কিন্তু আমার নেই। যেহেতু আমার ছবি দেখিয়ে এই পুরো বিষয়টা করা হচ্ছে তাই আমি বাধ্য হলাম এই সতর্কীকরণ ভিডিওটি আপলোড করতে।’