Rani Mukherjee: কেন গর্ভপাত করিয়েছিলেন রানি মুখার্জি?

ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন‌ না রানি মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক মানসিক যন্ত্রণার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন রানি। তিনি জানান, ২০২০ সালে গর্ভপাত হয়েছিল তার। রানি জানিয়েছেন, “এতদিন কাউকে বলতে চাইনি। ভেবেছিলাম, এটা শুনলে লোকে হয়তো এ ঘটনা নিয়ে নানারকম কটূক্তি করবে। তবে এখন বলতে পারি, ২০২০ সালে খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আসলে পাঁচ মাসের মাথায় আমার গর্ভপাত হয়। খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। এখনও ভাবলে মন খারাপ হয়ে যায়।”

আমির খানের সঙ্গে গুলাম ছবি করার পরও সেই সময় তেমনভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। যতটা জনপ্রিয়তা করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় থেকে রানি পেয়েছেন, কেরিয়ারের শুরুতে তা কিন্তু অন্য কোনও ছবিই দিতে পারেনি।

   

রানির কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যখন আমি কুছ কুছ হোতা হ্যায় করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো ছবি জুড়ে মা হয়ে ঘুরতে হত।”

উল্লেখ্য, ২০১৪ সালে যশ চোপরার ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন রানির মেয়ের বয়স ৬ বছর। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন