অস্ট্রেলিয়ার সংসদে রানি মুখোপাধ্যায় এবং করণ জোহার! হলটা কী?

karan johar

ভারতীয় সিনেমা চিরকালই বিশ্বদরবারে সমাদৃত। এবার অস্ট্রেলিয়ার সংসদে ভারতীয় সিনেমার দূত হয়ে যাচ্ছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) এবং করণ জোহার (Karan Johar)। ১৫ অগস্ট থেকে শুরু হচ্ছে ১৫তম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব। তার আগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। সেখানে সারা দুনিয়ায় ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়ে কথা বলবেন রানি ও করণ। জানাবেন এর সাংস্কৃতিক প্রভাবের কথা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ভারতীয় সিনেমার পরিসর বৃদ্ধি নিয়েও নায়িকা পরিচালক কথা বলবেন বলে জানা গিয়েছে।

Advertisements

ইমান খালিফ এবং ভিনেশ ফোগাটের তুলনা প্রসঙ্গে বিস্ফোরক উরফি, কী বললেন তিনি?

রানি মুখোপাধ্যায় বলেছেন,’এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন মোমেন্ট। আর ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে কথা বলা আমার কাছে গর্বের।’ তিনি আরও বলেছেন যে মনে করেন বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, অহমিয়া, মারাঠি, হিন্দি-সহ ভারতের অন্যান্য ভাষার সিনেমা এখন বিশ্ব বিনোদনের জগতে প্রথম সারিতে রয়েছে।

Advertisements

আসছে মির্জাপুরের বোনাস পর্ব, দর্শকের চাপে ফিরছেন মুন্না ভাইয়া?

অন্যদিকে করণ জোহার বলেন, ‘ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য পেশ করার আমন্ত্রণ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে আমি রোমাঞ্চিত। আমাদের গল্পগুলো দেশের সীমানা ছাড়িয়ে এগিয়ে চলেছে, এর সাক্ষী হতে পারা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ প্রসঙ্গত, আগামী ২৫ আগস্ট পর্যন্ত মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব উৎসব চলবে। জানা গিয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে যশ চোপড়ার স্ট্যাম্প লঞ্চ করা হবে।