‘ব্যাডস অফ বলিউড’-এ ভেপ দৃশ্য, রণবীরের বিরুদ্ধে মামলার পথে মানবাধিকার কমিশন

Ranbir Kapoor web series controversy

মুম্বই: বলিউডের বাস্তবতা আর অভিনয় শিল্পের ছায়া ফুটিয়ে তোলা ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রথম সিরিজই দর্শকদের মাতিয়ে তুলেছিল। তারকাদের ক্যামিও, কৌতুকময় সংলাপ, আন্ডারওয়ার্ল্ড ও স্বজনপোষণ নিয়ে ছোঁড়া তীক্ষ্ণ মন্তব্য—সব মিলিয়ে সিরিজটি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

Advertisements

ইলেকট্রিক সিগারেটের ব্যবহার

কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন রণবীর কাপুর। সিরিজের একটি দৃশ্যে তার চরিত্রকে ইলেকট্রনিক সিগারেট (ভেপ) ব্যবহার করতে দেখা গিয়েছে। এই দৃশ্যকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে, রণবীর কাপুর, সিরিজের প্রযোজক-নির্মাতা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।

   

কমিশনের বক্তব্য, ওই দৃশ্যে কোনও সতর্কীকরণ বা আইনগত নির্দেশনা নেই, যা যুবসমাজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ২০১৯ সালের ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ আইন অনুযায়ী ভারতে ই-সিগারেট ব্যবহার বা প্রচারণা সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ।

Advertisements

যুবসমাজকে বিভ্রান্ত করতে পারে

জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে নোটিশ পাঠিয়ে বলেছে, এই ধরনের কনটেন্ট যুবসমাজকে বিভ্রান্ত করতে পারে এবং অবৈধ কার্যকলাপে উৎসাহিত করতে পারে। কমিশন নির্দেশ দিয়েছে, সিরিজ থেকে ওই ধূমপান দৃশ্য অবিলম্বে সরিয়ে ফেলা হোক। পাশাপাশি মুম্বই পুলিশকে ইলেকট্রনিক সিগারেট প্রস্তুতকারক ও আমদানিকারক সংস্থার কার্যক্রমও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

এই ঘটনা বলিউডের নৈতিক দায়িত্ব ও মিডিয়ার প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এবার দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রযোজক ও নেটফ্লিক্স কতটা দ্রুত কমিশনের নির্দেশ মেনে কার্যকর ব্যবস্থা নেন।