Ranbir-Rashmika: আলিয়াকে রেখে রশ্মিকার সঙ্গে মানালি সফরে রনবীর

হাত থেকে এখনও মেহেন্দির রং ওঠেনি। এরই মধ্যে নতুন বউকে একা রেখে রশ্মিকার সঙ্গে মানালি সফরে রনবীর (Ranbir)। রিল লাইফে রনবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন…

Ranbir-Rashmika

হাত থেকে এখনও মেহেন্দির রং ওঠেনি। এরই মধ্যে নতুন বউকে একা রেখে রশ্মিকার সঙ্গে মানালি সফরে রনবীর (Ranbir)। রিল লাইফে রনবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘জাতীয় ক্রাশ’। সৌজন্যে পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘অ্যানিম্যাল’। হিমাচল প্রদেশে, বরফে ঢাকা মানালির পার্বত্য এলাকায় শুরু হল ছবির শ্যুটিং। যে কারনে সদ্য বিবাহিত বউকে ছেড়ে যেতে হয়েছে রনকে।

সুশান্ত অতীত নতুন করে জীবন শুরু করছেন রিয়া

   

২০২৩ সালের স্বাধীনতা দিবসের আগে ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যানিম্যাল’। রনবীর-রশ্মিকা ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকে। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার সঙ্গে রনবীরের জুটির খবর প্রকাশ করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। অভিনেত্রী রশ্মিকা দক্ষিণের হলেও গোটা দেশজুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা অজস্র।‘ পুষ্পা’ ছবির পর দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

নেশায় মত্ত মিঠাই, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা

মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাজের জন্যই ভেস্তে গিয়েছে রণবীর – আলিয়ার মধুচন্দ্রিমা। শোনা গিয়েছিল, বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে যাবেন রণবীর ও আলিয়া। যা এখন অতীত।