Ranbir Kapoor-Alia Bhatt: রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল

Ranbir Kapoor proposing to Alia Bhatt goes viral, check out duo’s romantic moment

বলিউডের সেলেব কাপলদের মধ্যে ব্যাপক জনপ্রিয় রণবীর-আলিয়া (Ranbir Kapoor-Alia Bhatt)। এই জুটির গোপনে প্রেম থেকে শুরু করে বিয়ে এমনকি তাদের সন্তানের জন্মগ্রহণ নিয়েও চর্চার কোনো শেষ ছিল না।

বলিউডের চকলেট বয় রণবীর কাপুরের প্রেম জীবনের নানা কেচ্ছা তো সবারই জানা। বহু নায়িকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অবশেষে আলিয়ার সঙ্গে সাত পাক ঘোরেন তিনি। কাপুর এবং ভাট এই দুই পরিবারের নয়নমণি হয়ে বর্তমানে রয়েছে রাহা। অর্থাৎ রণবীর-আলিয়ার সদ্যজাত কন্যা।

   

যদিও মেয়ের নাম প্রকাশ করলেও এখনও পর্যন্ত মেয়ের ছবি সামনে আননেনি এই জুটি। বরাবরই গোপনতা বজায় রেখেছিল রণবীর-আলিয়া। তাদের সম্পর্ক থেকে বিয়ে সবটাই লোকচক্ষুর আড়ালেই প্রায় হয়েছে। তবে এবার ফাঁস হল এক গোপন ছবি। যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন এই তারকা জুটি।

Ranbir Kapoor proposing to Alia Bhatt goes viral, check out duo’s romantic moment

ছবিটি রণবীর-আলিয়ার প্রোপোজালের। রণবীর আলিয়াকে নিয়ে এক ফাঁকা জায়গায়, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেন। আর সেই ছবিই এতদিন পর ভাইরাল হয়েছে। এতে অনুরাগীরা খুশি হলেও রণবীর-আলিয়া একেবারেই খুশি নন। রণবীরের ফ্যানপেজ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আলিয়া চাইছেন না এই ছবিটি আর ভাইরাল হোক, ফ্যানদের কাছে অনুরোধ করা হচ্ছে কথাটির মান্যতা দিতে। আর তাই নিয়েই রীতিমতো হইচই পড়ে গেছে সোস্যাল মিডিয়ায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন