একই ছবিতে দক্ষিণী অভিনেতার সঙ্গে ভাইজান!

ধীরে ধীরে বলিউডে পা রাখছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। সলমন খানের আসন্ন ছবিতে দেখা যেতে পারে তাঁকে। কভি ঈদ কভি দিওয়ালি ছবিতে দেখা যেতে পারে রাম চরণ। ক্যামিওর চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতাকে। বাণিজ্যিক ছবির জগতে নতুন মাইলফলক তৈরি করেছে সেই ছবি।

কেবল দক্ষিণ নয়, বলিউডের চোখ কপালে তুলে দিয়েছে দক্ষিণী তারকারা। দক্ষিণী স্টারদের নতুন করে কদর বেড়েছে সাগরপাড়ে। তাঁদের ছাড়া ভাবতেই পারছেন না বলিউডের মহারথীরা। হায়দরাবাদে ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবির শুটিং করছিলেন ভাইজান। সেখানে গানের শুটিং করছিলেন তিনি। সেই সময় সেটে তাঁর সঙ্গে দেখা করতে আসেন রামচরণ।

   

সেই মুহূর্তেই নির্মাতারা ঠিক করেন, গানের দৃশ্যে এবার রামচরণকেও রাখা হবে। প্রস্তাব পেয়ে বেজায় খুশি হয়েছিলেন রাম চরণ। অন্যদিকে, দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত সলমন খান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন