Rakul Preet Singh: গোপনে বিয়ের পিঁড়িতে রাকুলপ্রীত! কতটা সত্যি খবরটা?

Rakul Preet Singh

Rakul Preet Singh: জল্পনা বলছিল, খুব শীঘ্রই অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, সেই জল্পনাই অবশেষে সত্যি হয়েছে। রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি একে অপরের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, একসঙ্গে নতুন বছরের ছুটি কাটানোর পর আগামী মাসে গোয়াতে বিয়ে করতে চলেছেন তাঁরা।

Advertisements

কথা ছিল, ২০২৩ সালেই বিয়ে করতে চলেছেন এই জুটি। জ্যাকি ভাগনানির বাবা ভাসু ভগনানি তাই অনেকদিন আগে থেকেই এই বিয়ের অনুষ্ঠানে খুব জমকালো আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন। আগামী 22 ফেব্রুয়ারী 2024 সালে বিয়ে করতে চলেছেন দুজনে। আমন্ত্রিত থাকবেন হাতে গোনা কয়েকজন বিশেষ অতিথি। কারণ এই বিয়ে নাকি গোপন রাখতে চান জ্যাকি ভাগনানি। তবে জ্যাকি ভাগনানি এবং রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)- এর তরফে থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

   

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এইমুহূর্তে অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি ব্যাংককে ব্যাচেলর পার্টি উপভোগ করছেন। জ্যাকি ভাগনানি 2021 সালে রাকুল সিংয়ের জন্মদিনে প্রপোজ করেছিলেন। রাকুল প্রীত সিংও সেই প্রস্তাবে সাড়া দেন। এবং নিজের জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় জ্যাকি ভাগনানির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের আন্তরিক অনুভূতি প্রকাশ করেন। বলেছিলেন, জ্যাকি ভাগনানিই হল রাকুলপ্রীতের জীবনের সেরা উপহার (Rakul Preet Singh)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements