Raj: “আমি আর আমার বউ এটা নিয়ে আলোচনা করেছি। আমরা কথা বলে ঠিক করেছি, আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। ওরা আমাদের থেকে শিখবে। আমরা কেমন পোশাক পরছি, কাদের সঙ্গে মিশছি, কীভাবে কথা বলছি, এগুলোই ও আমাদের থেকে শিখবে। আমি যেমন মহিলাদেরকে অসম্মান করা একেবারে পছন্দ করি না। পৃথিবীর সবথেকে সুন্দর কিছু যদি হয় সেটা নারী। এগুলোই যদি ইউভান শেখে, তাহলেই অনেক।” ইউভানকে জীবনে চলার পথে সঠিক শিক্ষা প্রদানের বিষয়ে এমনটাই বললেন রাজ।
আজকালকার বাচ্চারা অত্যন্ত মোবাইল প্রাণা। ইউভানও কি তেমন। দিনে কতক্ষন মোবাইলের সঙ্গে দিন কাটে তার। প্রায়শই তো মোবাইলবন্দি হতে দেখা যায় তাকে। ছেলের ছবি ভিডিও শেয়ার করে মা শুভশ্রী ও বাবা রাজ নিজেই। আর ছেলের ভবিষ্যৎ নিয়েই বা কী ভাবছেন তাঁরা। কী নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে ইউভান। সেও কি বাবা মায়ের মতো বাংলার সিনেমার অংশ হবে। এমনই হাজার প্রশ্নের উত্তরে এদিন রাজ বললেন,
“সাফল্য-ব্যার্থতা তো থাকবেই। ওকে কখনও বলে দেব না এটা হউ, ওটা হউ। আমরা যদি চিৎকার করে কথা বলি, তাহলে ও বলবে। ইউভান যেমন মোবাইল দেখে না। ওর মা খুব কড়াভাবে না করেছে। টিভি দেখে। এডুকেশনাল ভিডিয়ো দেখে। কিন্তু মোবাইলে হাত দেয় না।”
নিজের দুই সন্তানের প্রতি ভালোবাসা উজাড় করে এদিন রাজকে এও বলতে শোনা গেল যে, “এত মিষ্টি বাচ্চাদুটো। ওদের জন্যই কোনও জটিলতা বা অবসাদ আমার উপর প্রভাব ফেলতে পারে না। আজ সকালেই যেমন ইয়ালিনির একটা ছবি তুলছিলাম। এই মুহূর্তগুলো এভাবে বোঝাতেও পারব না।”