বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আজ তার জন্মদিন। আর সেই জন্মদিনের দিনে তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) টুইটারে একটি ছবি সহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন, শুভ জন্মদিনে আমার প্রাণের মানুষ। তোমার জন্য অন্তহীন ভালোবাসা। যেমন আছো, তেমনই থেকো। তোমার ভালো কাজ দিয়ে খারাপ দুনিয়াকে চমকে দাও।
গতবছর শিল্পা শেট্টির পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। পর্ণ কান্ড নাম জড়িয়েছিল তার স্বামী রাজ কুন্দ্রার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক প্রকার উধাও হয়ে গিয়েছিলেন রাজ। এর আগে রাজ শেষ টুইট করেছিলেন গত বছরের ১৯ জুলাই। আর তারপরেই পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী স্বামী।
ইদানীং জনসমক্ষেও আসেন মুখ ঢেকে। তবে স্ত্রীর জন্মদিনে কোনও রাখঢাক না করেই তাঁকে ভালোবাসা জানালেন বিতর্কিত এই ব্যবসায়ী। গত বছর পর্ন তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘হটশটস’ এবং ‘বলিফেম’ নামে দু’টি অ্যাপের মাধ্যমে পর্ন ছড়িয়ে দিতেন তিনি।
Happy Happy Birthday my soulmate 🥰 Love you eternally. My wish for you is that you continue. Continue to be who you are, to astonish a mean world with your acts of kindness. Love this picture…True to your song…killer killer killer lagdi 🧿😇 pic.twitter.com/m1wDK6tNPs
— Raj Kundra (@onlyrajkundra) June 8, 2022