সপরিবারে ঘুরতে গিয়েছেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী (raj chakraborty)। ব্যারাপুরের এই বিধায়ক গিয়েছেন পশ্চিমের রাজ্য রাজস্থানের আজমেঢ় শরিফে (ajmer sharif)। ভারতে মুসলিমদের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রে গিয়ে ইসলামিক নিয়ম মেনে উপাসনা করেছেন রাজ। সেই সকল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সেই সকল ছবিতে দেখা গিয়েছে পরিচালক রাজ, তাঁর স্ত্রী শুভশ্রী এবং পুত্র ইয়ুভানকে। ধর্মীয় রীতি মেনে তাঁরা চাদর চাড়িয়েছেন মাজহারে। সেই সঙ্গে রাজের মাথায় দেখা গিয়েছে ধর্মীয় ফেজ টুপি। তাঁর পুত্র ইয়ুভাবের মাথাতেও ফেজ টুপি দেখা গিয়েছে। অন্যদিকে রাজ ঘরনী শুভশ্রীকে হিজাবের কায়দায় ওড়না দিতে দেখা গিয়েছে।
আজমেঢ় শরিফ ভ্রমণ ঘিরে বেশ উচ্ছ্বসিত রাজ। যা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে ওই মাজহারে গিয়েছিলেন তিনি। সকল মানুষের জন্য শুভকামনা এবং সর্বশক্তিমান যাতে সকলকে রক্ষা করে সেই প্রার্থনা করেছেন ব্যারাকপুরের বিধায়ক।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ ছবি। যেখানে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের বিভেদ এবং সম্প্রীতি দেখানো হবে। এমনই ইঙ্গিত মিলেছে ছবির ট্রেলারে। সেই ছবির প্রচারের জন্যেই পরিচালকের মাজহার সফর বলে মনে করছেন অনেকে। করোনা অতিমারির কারণে ওই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল।