Raj birthday: কেক-শ্যাম্পেন-গান মধ্যরাতে জমজমাটি রাজের বার্থ-ডে পার্টি

গতকাল ছিল টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। (Raj birthday) এই দিনটি উপলক্ষে, জন্মদিনের আগের রাতে সল্টলেকের একটি পাবে ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব নিয়ে আয়োজন করা হয়েছিল…

Raj birthday

short-samachar

গতকাল ছিল টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। (Raj birthday) এই দিনটি উপলক্ষে, জন্মদিনের আগের রাতে সল্টলেকের একটি পাবে ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব নিয়ে আয়োজন করা হয়েছিল এক পার্টির। হাজির ছিলেন টলিউডের অনেকেই। নেট-দুনিয়ার ঘুরপাক খাচ্ছে রাজের বার্থ-ডে-এর সেসব ছবি ও ভিডিগো। শত ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাত পরিবার ও বন্ধুদের সাথেই কাটাতে দেখা গেল রাজ চক্রবর্তীকে । মধ্যরাতে কেক কেটে চললো সেলিব্রেশন। বরের জন্মদিন আরো স্পেশাল করে তুললেন শুভশ্রী।

   

বার্থ ডে-বয়ের জন্য ছিল তিনতলা স্ট্রবেরি কেক। সঙ্গে নানা উপহার। সঙ্গে ঢালাও খানা-পিনা। কেক কেটে শ্যাম্পেনের ফোয়ারায় ভিজেছে ‘বার্থ ডে’ বয়। পাঁঠা, মুরগি, মাছের নানা স্বাদে অতিথিদের রসনা তৃপ্তির আয়োজন। স্ন্যাক্সের তালিকা দেখলেই মাথা খারাপ হওয়ার জোগাড়।

রুদ্রনীল জানান, ‘রাজকে সুগন্ধি গিফট করেছে সে। আর এই উপহার দেওয়া পিছনেও গল্প আছে। রাজ বরাবরের ফিটফাট, শৌখিন। পরিষ্কার জামা-কাপড়, পরিচ্ছন্ন হয়ে থাকা, এ সবগুলো ওর স্বভাব। তখন আমরা মেসবাড়িতে। সুগন্ধি কেনার পয়সা নেই। রাজ তাই মোটা করে পাউডার মেখে থাকত। কেন? যাতে গা দিয়ে ঘেমো গন্ধ না বেরোয়। পোশাকও ময়লা হবে কম। ফিটফাট দেখতে লাগবে। এখন আমরা বয়সে, পেশায় সব দিক থেকেই এগিয়েছি। নিজেরা উপার্জন করছি আগের তুলনায় বেশি। সামনে গরম। নানা কারণে রাজকে বাইরে বেরোতে হবে। যাতে আগের মতোই ফিটফাট থাকে, তাই এই উপকরণ।’

সোমবারই সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day)। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।