Monday, December 8, 2025
HomeEntertainmentনেট দুনিয়ায় শরীরি উষ্ণতার পারদ চড়াচ্ছেন রাইমা

নেট দুনিয়ায় শরীরি উষ্ণতার পারদ চড়াচ্ছেন রাইমা

- Advertisement -

কলকাতা: টলিউডে সেনসেশনের আরেক নাম রাইমা সেন।(Raima sen)  আট থেকে আশি তাঁর সৌন্দর্যের মোহে কুপকাত। কিন্তু ইদানিং রাইমার ইনস্টাগ্রাম হ্যান্ডের শরীরি উষ্ণতার পারদ চড়ছে তরতর করে। একের পর এক বোল্ড ছবিতে ভরছে প্রোফাইল। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কেউ কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন প্রংশায়। কেউবা করছেন কুরুচিকর মন্তব্য। তবে সে যাই হোক প্রতিটি ছবিতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন রাইমা।

শুধু টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন রাইমা। মডেলিংয়েও রাইমাকে টেক্কা দেওয়া মুশকিল। যদিও এখন খুব বেছে বেছে কাজ করেন অভিনেত্রী। কিন্তু তাঁর অভিনয়ের দক্ষতা বরাবর মন কেড়েছে দর্শকদের। টলিউডে তাঁর পারফরম্যান্স প্রতি বলেই ছক্কা হাঁকায়।

   

Raima sen

বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। টলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার চাহনির মিল রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের। আর হাসিতে মা মুনমুন সেনের প্রতিচ্ছবি। আর প্রতিভার জোরেই ভারতীয় সিনেমা জগতে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন।

২০২০ সালে সৃজিত মুখার্জী পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমে নজর কাড়েন তিনি। তারপরই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে ‘নিমা’ চরিত্রে অভিনয় করেন রাইমা। জিফাইভ প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর।

আর এখন খোলামেলা ফটোশুট করছেন রাইমা। তার নজরকাড়া ছবিগুলো তুলেছেন ভারতের বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular