Sunday, December 7, 2025
HomeEntertainmentএকই ফ্রেমে ফের প্রবীর বাবু এবং পোদ্দার! জমে ক্ষীর হওয়ার অপেক্ষায় টলিপাড়া

একই ফ্রেমে ফের প্রবীর বাবু এবং পোদ্দার! জমে ক্ষীর হওয়ার অপেক্ষায় টলিপাড়া

- Advertisement -

পুজোয় চমক থাকতে চলেছে বাংলা ছবির বড়পর্দায়। কারণ আবার এক ফ্রেমে থাকতে চলেছেন বাংলা সিনেমার দুই যুগের দুই শ্রেষ্ঠ অভিনেতা। কিছুদিন আগে সেইরকম আভাস পাওয়া গেলেও, মুখ খুলতে চাইনি কোনও পক্ষ। কিন্তু অবশেষে মঙ্গলবার সামনে এল সেই সুখবর। ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

আসছে ‘সোলজার ২’, কে কে থাকছেন ছবিতে? জানলেন প্রযোজক

   

বুধবার সকালে এসভিএফ প্রযোজিত এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছবির কলাকুশলীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, একটি দক্ষিণী ছবি বাংলা ছবিটির অনুপ্রেরণা। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি (ওয়ার্কিং টাইটেল ‘প্রোডাকশন নম্বর: ১৭১’)। ছবিতে প্রসেনজিৎ ও অনির্বাণ ছাড়াও থাকছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী প্রমুখ।

anirban and prasenjit

সিনেমার নাম এখনও ঘোষণা না করা হলেও পরিচালকের আসনে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। যিনি এর আগে দেব-রুক্মিণীকে নিয়ে ‘কিশমিশ’ পরিচালনা করেছিলেন। এছাড়াও ‘দিলখুশ’ সিনেমার পরিচালনা করেছেন রাহুল। আরও জানা গিয়েছে যে রাহুল পরিচালিত ছবিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন শমিক হালদার। জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বই থেকে ফিরেই রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এক ধর্ষিতাকে কেন্দ্র করেই আবর্তিত হবে প্রসেনজিৎ-অনির্বাণ জুটির নতুন ছবির গল্প।চলতি মাসেই শহরে শুরু হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে, ছবিটিকে পুজোয় নিয়ে আসতে পারে প্রযোজনা সংস্থা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular