Monday, December 8, 2025
HomeEntertainmentRachana Banerjee: টেলিভিশনের বাইরে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেন রচনা

Rachana Banerjee: টেলিভিশনের বাইরে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেন রচনা

- Advertisement -

কলকাতা:  ‘দিদি নং ওয়ান’ এর সৌজন্যে রচনা (rachana banerjee) এখন বাংলার ঘরের মেয়ে। প্রতিদিন সন্ধ্যা নামলেই তাকে দেখতে, তার সঙ্গে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন মা, জ্যেঠিমারা। সেই দিদি এখন টেলিভিশনের বাইরে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বন্ধুদের সঙ্গে শ্রিভাল্লি’। গানে অভিনেত্রীর চার বন্ধুকে ‘শ্রিভাল্লি’ স্টেপ করতে দেখা যায়। ভিডিওর একেবারে শেষে যোগ দেন রচনা। আর তারপর বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচেন। অভিনেত্রীকে ‘শ্রিভাল্লি’ স্টেপ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

rachana banerjee

   

দক্ষিণ ভারত থেকে ‘পুষ্পা দ্য রাইজ’-এর জনপ্রিয়তা বলিউডে হয়ে টলিউডে ছড়িয়েছে। বহু তারকাকে দেখা যাচ্ছে জনপ্রিয় এই ছবির ডায়লগ থেকে গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে। তবে শুধু তারকারা নয়, দেশ বিদেশের ক্রিকেটার থেকে বিনোদনের জগতের তারকা থেকে সাধারণ নেট নাগরিকরা এই মুহূর্তে ‘পুষ্পা’ জ্বরে আক্রান্ত। কিছুদিন আগেই সুরেশ রায়না ও ডেভিড ওয়ার্নারকে দেখা গিয়েছিল ‘শ্রিভাল্লি’ গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে।

এদিকে ভিডিওতে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা নিজের মতো করে ‘শ্রিভাল্লি’ কিংবা ‘শামি শামি’ অথবা ‘অ অন্তাভা’ গানে পারফর্ম করে সেই ভিডিও শেয়ার করছেন। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যাচ্ছে। এক কথায় সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’-এর গানে তৈরি হওয়া রিলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular