সোশ্যাল মিডিয়ায় বাবার অসুস্থতার খবর ভুয়ো বলে উড়িয়ে দিলেন প্রসেনজিৎ

বর্তমানে টলিউড ও বলিউডের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের ব্যক্তিগত জীবনের খবর শেয়ার করেন। কিন্তু কখনো কখনো তাঁদের সম্পর্কে ভুয়ো খবরও রটে যায়। এগুলো তাঁদের…

prosenjit-chatterjee-shuts-down-fake-news-about-biswajit-health-status

বর্তমানে টলিউড ও বলিউডের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের ব্যক্তিগত জীবনের খবর শেয়ার করেন। কিন্তু কখনো কখনো তাঁদের সম্পর্কে ভুয়ো খবরও রটে যায়। এগুলো তাঁদের ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। সম্প্রতি এমনই একটি ভুয়ো খবর (Fake News) রটেছিল বাংলা ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে (Biswajit Chatterjee) নিয়ে। এই ভুয়ো খবরটি শুনে তাঁর পরিবারের সদস্যরা এবং ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বাবার ভুয়ো খবর রটতেই ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)তড়িঘড়ি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সকলকে শান্তি দেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নিজের ফেসবুক পেজে লেখেন, “একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে।” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাঁর অনুরাগীরা স্বস্তি পেয়ে কমেন্টের বন্যায় ভাসিয়ে দেন। 

kolkata24x7-sports-News

   

অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করেছেন, ‘ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন…’। আরেকজন লেখেন, ‘শুনে শান্তি পেলাম’। কেউ আবার বলেন, ‘ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন, উনি ভালো থাকুন’। আরও এক ভক্ত লিখেছেন, ‘উনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি’। আরেকজন মন্তব্য করেন, ‘উনি একজন কিংবদন্তী, ওনার দীর্ঘায়ু কামনা করি’। ভক্তদের এসব মন্তব্যে পুরো পোস্টটি সাড়া জাগিয়ে তোলেছিল। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সুস্থতা কামনায় প্রার্থনা একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের (Biswajit Chatterjee) এই মুহূর্তে ৮৮ বছর বয়স। গত ১৪ ডিসেম্বর তিনি ৮৮ বছরে পদার্পণ করেন। ‘বাবা তারকনাথ’ খ্যাত এই অভিনেতা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন, বিশেষত মহানায়ক উত্তম কুমারের পরবর্তী সময়ে। তাঁর জন্ম ১৯৩৬ সালের ১৪ ডিসেম্বর।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের (Biswajit Chatterjee) ফিল্মি কেরিয়ার শুরু হয় মহানায়ক উত্তম কুমারের ‘মায়ামৃগ’ (১৯৬০) ছবির মাধ্যমে। এরপর ‘দুই ভাই’ (১৯৬১) ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে। এই ছবির পর তিনি বোম্বে (মুম্বাই) চলে আসেন। সেখানে ১৯৬২ সালে ‘বিশ সাল বাদ’ ছবিতে অভিনয় করেন, যা প্রথমে উত্তম কুমারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে উত্তম কুমার সেই ছবিটি করতে অস্বীকৃতি জানান এবং এরপর বিশ্বজিৎ এই ছবিতে অভিনয় করেন। এর পরবর্তী সময়ে তাঁর অভিনীত কোহরা, ‘বিন বাদল বরসাত’, ‘মজবুর’, ‘ক্যাসে কহু’, ‘মেরে সনম’, ‘এপ্রিল ফুল’, ‘শেহনাই’ এবং ‘পয়সা ইয়া প্যায়ার’ সহ বহু হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়।

এছাড়া, শুধু অভিনয় নয়, সঙ্গীতেও তাঁর অবদান রয়েছে। সলিল চৌধুরী সুরে গাওয়া তাঁর গান ‘যায় যায় দিন’ ও ‘তোমার চোখের কাজলে’ মানুষের মন ছুঁয়ে যায়। ১৯৭৫ সালে, ‘কেহতে হ্যায় মুঝকো রাজা’ নামে একটি ছবিও বানান তিনি, যা পরিচালনা এবং প্রযোজনার কাজ ছিল। বর্তমানে, ‘অগ্নিযুগ : দ্যা ফায়ার’ নামে একটি ছবি বানানোর কাজে ব্যস্ত রয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) ।