Prosenjit: ‘একজন ভালো মানুষ হতে হবে’- একমাত্র ছেলের জন্মদিনে আত্মবিশ্বাসী বুম্বা দা

Prosenjit

Prosenjit: বাবার লাইমলাইট কেড়ে নিয়েছে ১৯ বছরের তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। তার প্রতিটি চলনবলন, গতিবিধি সবই নজরে রাখতে পছন্দ করেন নেটিজেনরা। এদিন ছিল তৃষাণজিতের জন্মদিন। সকাল থেকে আসছে একাধিক।শুভেচ্ছা বার্তা। সকাল থেকে বুম্বা দার ইন্সটা পেজের দিকেও তাকিয়ে বসে ফ্যানেরা। কখন ছেলের জন্মদিনে তাঁকে বিশেষ বার্তা দেবেন বাবা হিসাবে। তা দেখার জন্য।

Advertisements

অবশেষে এল সে সময়। একমাত্র ছেলে মিশুকের গর্বে আত্মবিশ্বাসী বাবা বুক ফুলিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন মিশুক @trish.c2005! তুমি যা কিছুই করো সমস্ত কিছুতে যেন সফল হও, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন ভালো মানুষ হতে হবে। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সাথে। মঙ্গল হোক’। বুম্বা দা একসময় বলেছিলেন, তিনিই ‘ইন্ডাস্ট্রি’।
তারই প্রমাণ মিলল আরও একবার।

   

প্রসেনজিতের পোস্টের সঙ্গে সঙ্গেই উপচে পড়ছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, শুভ জন্মদিন মিশুক। কেউ লিখেছেন, বাবার মতো বড় হও। কারও কথায়, সবাইকে ছাপিয়ে দশজনের একজন হও। আবার কারও কথায়, অনেকটা বাবার মতোই দেখতে মিশুক। এদিকে নেটিজেনদের কমেন্টের পাশাপাশি নজর কেড়েছে ইউভান-ইয়ালিনির সুপার মম শুভশ্রী গাঙ্গুলির কমেন্টও। অভিনেত্রী লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা। পরিচালক রামকমল মূখার্জিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মিশুককে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

প্রসঙ্গত, এই মুহূর্তে তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছে তৃষাণজিৎ। বিলাত ফেরত তিনি। আজকাল বাবার সঙ্গে কিছু কিছু ইভেন্টও এটেন্ড করেন তিনি। ধরা পড়েন পাপাড়াৎজিদের ক্যামেরায়। যদিও বুম্বা দার সুপুত্র ফুটবল প্রেমী বলে জানা যায়। অভিনয়ে কতটা কৌতুহল আছে তা ভবিষ্যৎই নাহয় বলুক।