টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সম্পর্ক অনেক পুরোনো। ১৯৯৭ সালের বাংলা ছবি ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর পর প্রায় দুদশক পরে ২০২৩ সালে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এ প্রসেনজিৎ এবং শ্রাবন্তী আবার একসঙ্গে কাজ করেন। ছবিতে শ্রাবন্তী ছিলেন প্রসেনজিতের নায়িকা।
এবার একেবারে নতুন ভূমিকায় তাঁরা ‘দেবী চৌধুরানী’ ছবিতে একসঙ্গে আসছেন। তবে এই ছবিতে তাঁরা নায়ক-নায়িকা হিসাবে একে অপরের বিপরীতে নেই, বরং অন্যরকম এক চরিত্রে। শ্রাবন্তী (Srabanti Chatterjee) এই ছবিতে ‘দেবী চৌধুরানী’ চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) চরিত্র ‘ভবানী পাঠক’।
সম্প্রতি পাবলিক স্টেজ শো-তে তাঁদের এই ছবি নিয়ে কথা উঠে আসে। শ্রাবন্তীকে এই শোতে ‘মেয়ে’ বলে সম্বোধন করেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) । তিনি বলেন, “অনেকদিন আগে মায়ার বাঁধন বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে ছিল। আর আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি কাবেরী অন্তর্ধান-এ ও আমার নায়িকা ছিল।” তারপর প্রসেনজিৎ আরও বলেন, “আর আগামী মে মাসে আমাদের একটা ছবি রিলিজ করছে, যা বঙ্কিমবাবুর লেখা দেবী চৌধুরানী-র গল্পে নির্মিত। তাতে দেবী চৌধুরানী সেজেছে আমার মেয়ে। আর আমি ভবানী পাঠক।”
View this post on Instagram
শ্রাবন্তী (Srabanti Chatterjee) এসময় হাসতে হাসতে স্টেজে উঠেই বুম্বাদার পা ছুঁয়ে প্রণাম করেন। এর পরে প্রসেনজিৎ শ্রাবন্তীকে স্নেহের আদরে ভরিয়ে দেন। তিনি শ্রাবন্তী সম্পর্কে আরও বলেন, “ও একজন শুধু ভালো নায়িকাই নয়, অসাধারণ অভিনেত্রী।” প্রসেনজিতের এই প্রশংসায় শ্রাবন্তীও মুখ ফুটে হেসে ফেলেন।
View this post on Instagram
‘দেবী চৌধুরানী’ প্রি-টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছ। ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এক ভিন্নরূপে হাজির হয়েছেন। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল ফেট্টি এবং চোখে দৃঢ় চাহুনি— পুরো মেজাজই মন জয়ে পরিণত হয়েছে। প্রসেনজিৎ-এর চরিত্রটি যেন পুরোপুরি ঐতিহাসিক গল্পের সঙ্গে মিশে গিয়েছে। তাঁর উপস্থিতি যেন ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) সিনেমার শক্তিশালী ভিত্তি।
অন্যদিকে প্রি-টিজারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chatterjee) বেশ শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। শুরুতে তাকে দেখা যায় এক সাধারণ গৃহবধূ প্রফুল্ল হিসেবে। কিন্তু পরবর্তী অংশে তাকে গেরুয়া বসন পরে অস্ত্রশিক্ষা নিচ্ছেন ভবানী পাঠকের কাছ থেকে। এরপরই তিনি হয়ে উঠছেন বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’। মাত্র ৫৫ সেকেন্ডের ভিডিওতে শ্রাবন্তী যেন চরিত্রের প্রাণ তুলে ধরেছেন। এমন একটি চরিত্রে অভিনয় করতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)কড়া প্রস্তুতি নিয়েছেন।
‘দেবী চৌধুরানী’(Devi Chowdhurani) সিনেমাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস থেকে অনুপ্রাণিত। এর আগে সুমিত্রা দেবী এবং সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেত্রীরা এই চরিত্রে অভিনয় করেছেন। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেই ভূমিকা রূপায়ণ করছেন। প্রসেনজিৎ-শ্রাবন্তি ছাড়াও সিনেমাতে গুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), বিবৃতি চট্টোপাধ্যায় (নিশি), দর্শনা বণিক (সাগর) এবং কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর)। ২০২৫ শে পয়লা মে মুক্তি পাবে‘দেবী চৌধুরানী’।