আজ ‘ইন্ডাস্ট্রির’ জন্মদিন

আজ ৩০ শে সেপ্টেম্বর, বাংলার সবচেয়ে বড় সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের(Prosenjit Chatterjee) জন্মদিন। তিনি এভার গ্রিন। বলা হয় তিনিই ইন্ডাস্ট্রি। দীর্ঘ চার দশক ধরে বাঙালির মনে…

prasenjit আজ 'ইন্ডাস্ট্রির' জন্মদিন

আজ ৩০ শে সেপ্টেম্বর, বাংলার সবচেয়ে বড় সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের(Prosenjit Chatterjee) জন্মদিন। তিনি এভার গ্রিন। বলা হয় তিনিই ইন্ডাস্ট্রি। দীর্ঘ চার দশক ধরে বাঙালির মনে রাজ করে গেছে আমাদের সকলের প্রিয় বুম্বা দা। এ বছর তিনি ৬২ তে পা দিলেন। এ দিন রাত ১২ টা থেকে অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সতীর্থরা।

এই বিশেষ দিনে চিনে নিন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । ১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলিউডের খ্যাতনামা অভিনেতা। ১৯৬৮ সালে ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে বায়োস্কোপের দুনিয়ায় পা রাখেন প্রসেনজিৎ।

   

১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবিতে প্রথম নায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে । ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তাঁর অভিনয় জীবনের হিট ছবিগুলির মধ্যে অন্যতম। অভিনেতা শুধুমাত্র বাংলা সিনেমার মধ্য সিমিত থাকেননি অভিনেতা। বলিউডে ‘আঁধিয়া’ এবং ‘মিত মেরে মন কে’ ছবিতে অভিনয় করেছে অভিনেতা।

এছাড়াও তার প্রথম এবং একমাত্র ইংরেজি সিনেমার নাম  ‘দ্য লাস্ট লিয়র’। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। ইন্ডস্ট্রিতে অভিনেতা নেই বলেই চলে যার বড় পর্দায় এক টানা সাফল্যে ঝুলি ভরিয়েছে।

প্রসঙ্গত, ৬২ বছরেও এসে তার হাতে রয়েছে এক গুচ্ছ ছবি। শেষ প্রসেনজিৎ চট্টোপাধ্যাকে(Prosenjit Chatterjee) দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবি। এই ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা। এটি তাদের জুটি হাসাবে ৫০ তম ছবি ছিল। চলতি বছর পুজোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের(Prosenjit Chatterjee) একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল । তবে নানা কারনে সেই ছবির কাজ পিছিয়ে যায়।

উল্লেখ্য, দর্শকেরা অধীর আগ্রহে বসে রয়েছে শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধুরাণি ছবির জন্য। কারন এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধরা দেবেন ভবানী পাঠকের চরিত্রে। এই ছবির ফার্স্ট লুকে দেখা গিয়েছে কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ণ চাউনি। যা দেখে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। এছাড়াও প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়কে। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তীকে হরবল্লভ রায়, অর্জুন চক্রবর্তীকে রঙ্গরাজ, বিবৃতি চট্টোপাধ্যায়কে নিশি, দর্শনা বণিককে সাগর, কিঞ্জল নন্দকে ব্রজেশ্বর রায় রূপে দোখা যাবে। চলতি বছরে এই ছবি মুক্তি পাওয়ার কথা।