Priya Prakash Varrier: ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া

ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন প্রিয় প্রকাশ। একটা সময়ে প্রিয়ার চোখের ইশারায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঝড় উঠেছিলেন। তিনি নিজেও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন…

ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন প্রিয় প্রকাশ। একটা সময়ে প্রিয়ার চোখের ইশারায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঝড় উঠেছিলেন। তিনি নিজেও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তার কোনও ধারণাই ছিল না যে তার সিনেমার একটি গানের একটি ছোট “উইঙ্ক ভিডিও” তাকে রাতারাতি তারকা করে তুবে।

Advertisements

যদিও প্রিয়া আজকাল সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাকে শনাক্ত করা কঠিন। যাঁকে নিয়ে গোটা দেশ উত্তাল, সেই প্রিয়ার এই নতুন লুক বেশ অবাক করার মতো।

বিজ্ঞাপন

প্রিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার চোখের রঙ পরিবর্তন করতে দেখা গেছে। যা দেখে অবাক তাঁর ভক্তরা। এ নিয়ে বেশ কিছু মজার কমেন্টও উড়ে এসেছে। একজন লিখেছেন, ‘আপনি কি আমাদের সম্মোহিত করছেন? অন্য আর একজন লিখেছেন, ‘আমরা আপনার প্রচেষ্টার প্রশংসা করি।’

প্রসঙ্গত, ২২ বছরের প্রিয়ার জন্ম কেরলের ত্রিশূরে। তিনি ২০২১ সালে দুটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। তার দক্ষিণী চলচ্চিত্রের একটি গানের একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছিল, যার পরে তার নাম উইঙ্ক গার্ল হয়ে যায়। ভিডিওটি ছিল তাঁর মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালরায়া পূর্বি’ গানটির।