দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সমস্ত সাসপেন্স ভেঙে প্রকাশ্যে এল সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি (Tiger 3) টাইগার ৩-র টিজার। ভিডিওতে সলমন খানকে দেখা যাচ্ছে টাইগারের ভূমিকায়। দেড় মিনিটের ভিডিওটি শুধু অ্যাকশনে ভরপুরই নয়, শোনা যাচ্ছে দারুণ সব সংলাপ।যাকে টাইগারের বার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
টিজারের প্রথমে দেখানো হয়েছে, টাইগারের গায়ে লেগে গিয়েছে গদ্দার তকমা। শুধু তাই নয় ভাইজাকে বলতে শোনা যাচ্ছে, “২০ বছর একভাবে দেশের জন্য কাজ করার পর, ভারতের থেকে আমি ক্যারেক্টর সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি নয়, এবার দেশ বলবে, তাঁর বাবা দেশভক্ত নাকি গদ্দার? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।” যা উস্কে দিয়েছে দর্শকদের উম্নাদনা। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘টাইগার ৩’ ছবিতে রয়েছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিরা।
ভিডিওটি প্রকাশের পর টাইগার থ্রির অপেক্ষায় থাকা সলমন খানের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভক্তরা একের পর এক পোস্ট শেয়ার করছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন “ওজি গুপ্তচর টাইগার এই দীপাবলিতে আসছে। তিনি বক্স অফিসের প্রতিটি রেকর্ড ভাঙবেন’। আর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “টাইগারের চোখই শত্রুদের ভয় দেখানোর জন্য যথেষ্ট। এবার তিনি আহত এবং আরও বিপজ্জনক” ।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার।’ বিরাট সাড়া ফেলেছিল দর্শকমহলে। ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়।’ দীর্ঘপ্রতীক্ষার পর এবার ২০২৩-এ রিলিজ করছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ ‘টাইগার থ্রি’ ।পরিচালনা করেছেন মনীশ শর্মা। ভাইজানকে দেখা যাবে অবিনাশ সিং রাঠোরের চরিত্রে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। সবকিছু ঠিক থাকলে দিওয়ালিতে দেখা যাবে অ্যাকশনে ভরপুর টাইগার ৩ ছবি।