Poulomi Das : আরও একটু উষ্ণতার জন্য, নতুন লুকে বাজিমাত পৌলমীর

অভিনেত্রী পৌলমী দাস তো আবহমান। জীবন থেকে শিখেছেন এবং শিখছেন। বাংলা ইন্ডাস্ট্রির আনাচে কানাচে দাপিয়ে বেড়িয়েও তিনি অক্লান্ত। টিভি সিরিয়াল থেকে সিনেমা, সিনেমা থেকে ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ থেকে বিজ্ঞাপনের ছবি, সবকিছুতেই তিনি সাবলীল। অভিনয়ের অনবদ্য দক্ষতা দিয়ে আপাতত টেস্ট, ওয়ানডে, টোয়েন্টি সব ফরম্যাটের তিনি দ্য ওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। তবে এই যুগে যে লড়াইটা কঠিন সেটা তিনিও জানেন। তাই তো তিনি এখনও লড়ে যাচ্ছেন। প্রসেস, প্রক্রিয়ার মধ্যে তিনি নিজেকে নিমজ্জিত রেখেছেন। জীবনের প্রতিটি পর্ব থেকে তিনি শিখছেন। জীবন থেকে অভিনয়ের রসদ খুঁজে নিচ্ছেন।

Advertisements

poulomi

নতুন ফটোশুটের ছবি তিনি শেয়ার করলেন kolkata 24×7-এর সঙ্গে। এই গরমে একটু উষ্ণতা ছড়িয়ে দিলেন তাঁর ভক্তদের মাঝে। তাঁর সদ্য ফটোশুটের বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এইবার তাঁকে একটু অফিস লুকে দেখা গেল। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন, ” সব লুকেই নিজেকে চেখে দেখতে হয়।”

poulomi

আপাতত পৌলমী এখন ধারাবাহিকের পর্দায়, অনেকদিন হলো ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছে সে। ‘মেঘে ঢাকা তারা’ ধারাবাহিকে চুটিয়ে কাজ করছে সে। তবে বাংলা ছবির জগতেও তিনি উজ্জ্বল। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘তীরন্দাজ শবর’,  ‘মহিষাসুরমর্দিনী’, ‘অসমাপ্ত’, ‘কার্জনের কলম, ‘ঘুণ, ‘শেষ রক্ষা’, ‘ইস্কাবনের বিবির’-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয়, ‘ ফেলুদা ফেরত’, ‘ বউ কেন সাইকো’- এর ওয়েব সিরিজ রয়েছে তার বুক পকেটে।

Advertisements

( ছবি – পৌলমী দাস

চিত্রগ্রহণ- অনির্বাণ ভট্টাচার্য 

মেকাপ আর্টিস্ট- রণিতা চন্দ্রা)