Home Entertainment কর্মজগৎ থেকে দূরে থেকেও কাজকে প্রাধান্য রুক্মিণীর

কর্মজগৎ থেকে দূরে থেকেও কাজকে প্রাধান্য রুক্মিণীর

‘ আমি কলকাতার রসগোল্লা’ বিখ্যাত এই গানটি বর্তমানে রিমেক গানে যে অভিনেত্রী দর্শকদের আবারও মাটিয়ে তুলেছেন তিনি হলেন টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। রুক্মিণী মৈত্র ২০২৭ সালের চ্যাম্প সিনেমার মাধ্যমে টলি জগতে অভিনয় প্রবেশ করেন।

Advertisements

ইদানিংকালে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ছুটির মুডে। বর্তমানে তিনি রয়েছেন সুদূর গ্রিসে, সঙ্গে রয়েছে অভিনেতা দেব। দেব-রুক্মিণীর এই জুটিকে নিয়ে টলি জগত সর্বদাই আলোচনা করে থাকে। কিন্তু অভিনেত্রী যতই তিনি তার কর্ম জগত থেকে দূরে থাক না কেন, সময়ের রীতি অনুযায়ী কোন কিছুই থেমে থাকে না।,

   

তাই জন্য তিনি ইনস্টাগ্রাম আ্যাকাউন্ট থেকে নিজস্ব ফটো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ” ক্যাচ মি অন # ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ এভরি সাটারডে সানডে ৯.৩০পিএম @ স্টার জলসা”। এই ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছেন যে তিনি কাছ থেকে দূরে থাকলেও কাজের প্রাধান্য সবচেয়ে আগে, তাই সকল দর্শক কে বলছেন প্রতি শনি আর রবিবার স্টার জলসায় ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি দেখতে। 

স্টার জলসা এই রিয়েলিটি শো অভিনেত্রী বিচারকের আসনে রয়েছেন। তার সাথে সঙ্গে রয়েছেন অভিনেতা দেব এবং অভিনেত্রী মানামী। বেশকিছুদিন ধরেই গ্ৰিসে ছুটি কাটাতে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী মা দেখে মুগ্ধ নেটিজেনরা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে অভিনেত্রী পরনে রয়েছে জমকালো স্কার্ট এবং টপ,যা ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে।

Advertisements