Pori Moni: অন্তঃসত্ত্বা পরীমণি অসুস্থতার মধ্যেই শেষ করলেন ‘মা’-এর ডাবিং

বাংলাদেশে ১৯৭১ সালে সাত মাসের মৃত শিশুকে নিয়ে অসহায় এক মায়ের আবেগের গল্প ‘মা’। ছবিতে হতভাগ্য মায়ের ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni)। তবে মা’…

Pori Moni

বাংলাদেশে ১৯৭১ সালে সাত মাসের মৃত শিশুকে নিয়ে অসহায় এক মায়ের আবেগের গল্প ‘মা’। ছবিতে হতভাগ্য মায়ের ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni)। তবে মা’ ছবিতে চুক্তিবদ্ধ হ‌ওয়ার পরে তিনি অন্তঃসত্ত্বা হলে সঙ্কটে পড়ে যান প্রযোজক-পরিচালক। ডাক্তারের পরামর্শে পরীমণি সিদ্ধান্ত নেন, দেড় বছর কোন‌ও ছবির কাজ করবেন না।পরবর্তীতে অবশ্য ছবিটির স্বার্থেই তিনি ‘মা’-এর শ্যুটে যোগ দেন। শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে‌ ভর্তিও হন এক বার। গর্ভধারণ জনিত অসুস্থতার মধ্যেই ছবির ডাবিং শেষ করে ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন—‘রিল্যাক্সড’।

কে মনের মানুষ? কবে করবেন বিয়ে ? অবশেষে মুখ খুললেন মিঠা

এ বছর জানুয়ারি মাসে ছবিটিতে পরীমণি যখন কাজ শুরু করেন, বাস্তবে তখন তিনি নিজেই মা হতে চলেছেন। এই ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির গল্প আমার খুব পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এ বার সেই মায়ের চরিত্রেই অভিনয় করব। আশা করছি, নিজেকে ভাঙতে পারব।’ তিনি আরও জানান, ‘ কী যে সুন্দর হচ্ছে ছবিটা, বলে বোঝাতে পারব না। খুব ভাল একটি কাজ হবে আমার। অন্য ধরনের ‘

ছোটপর্দার পর ‘জুন অ্যান্টি’ রাজত্ব করছেন নেট দুনিয়ায়

‘মা’ ছবির পরিচালক অরণ্য আনোয়ার। পরীমণি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।