HomeEntertainmentPori moni: প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু অপেক্ষায় পরীমণি

Pori moni: প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু অপেক্ষায় পরীমণি

- Advertisement -

হাতে গুনে আর মাত্র কটা দিন। পরীমণি (Pori moni) কোল জুড়ে আসতে চলেছে ছোট্ট সোনা। হবু সন্তানের আগমনের প্রস্তুতি চলছে জোরকদমে। বাথটাব থেকে খেলনা, জামা, জুতো প্রায় শেষ করে ফেলেছেন শপিং পর্ব। খাট ভর্তি সারি সারি সেসব জিনিসের সামনে বসে হবু বাবা-মা -একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন ‘তার আসার আয়োজন।’

কিছুদিন আগেই পরনে গোলাপি শাড়ি, কানে ঝুমকো, হাতে চুড়ি আর সামনে রকমারি সুখাদ্যের সম্ভার। সামনে বসে যত্ন করে মেয়েকে খাওয়াচ্ছেন মা। সম্প্রতি ফেসবুকে ছবি ভিডিও শেয়ার ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

   

মাতৃত্ব ঘোষণা করার পর থেকে আনন্দে ঘিরে থাকছেন পরিমণি। আর রাজের সঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, আইসক্রিম খেয়ে যাওয়া হোক বা গর্ভাবস্থার ফটোশুট, আইসক্রিম খেয়ে যাওয়া হোক বা গর্ভাবস্থার ফটোশুট, সব ক্ষেত্রেই পরীমণির সমস্ত সাধ মেটাচ্ছেন তাঁর পরিবার।

সন্তানলাভের দিন যত এগিয়ে আসছে, ততই তাঁর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর। সেই অনাবিল ছোঁয়া তাঁর মুখে-চোখেও। পর্দায় ‘মা’ ছবির শ্যুট করতে করতেই বাস্তবেও মা হওয়ার পথে পরি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular