দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা বাহুবলী খ্যাত অভিনেতা রানা ডাগুবতি (Rana Daggubati)। পাশাপাশি গত কয়েক বছর ধরে বলিউডেও তিনি নজির গড়েছিলেন৷ কিন্তু তাঁর কেরিয়ার এখন প্রশ্নের মুখে৷ আইনি জটিলতায় জড়িয়ে পুলিশের হাতে আটক হলেন অভিনেতা। রানা ও তাঁর বাবা সুরেশ বাবুর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Weather Update: ঠান্ডা কি আবার ফিরবে? মৌসম ভবন এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করল
স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রমোদ কুমার নামের এক ব্যবসায়ী হায়দ্রাবাদের ফিল্ম নগরের জমি দখলের অভিযোগ এনেছে তাঁদের বিরুদ্ধে। ২০১৪ সালে রানার বাবা সুরেশবাবু ওই জমি লিজে দেন। কিন্তু লিজের মেয়াদ শেষ হতেই জমি বিক্রির সিদ্ধান্ত নেন সুরেশবাবু৷ যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছে৷ অভিযোগকারীর দাবি, ভাড়া করা গুন্ডা দিয়ে ওই জমি খালি করানোর চেষ্টা করছেন দক্ষিণী অভিনেতা।
আরও পড়ুন: Valentine Day: ভালোবাসা দিবসে VI নির্বাচিত গ্রাহকদের দেবে রুপো, ৫০০০ টাকা জেতার সুযোগ
ব্যবসায়ীর দাবি, তিনি ইতিমধ্যেই ৫ কোটি টাকা দিয়েও দিয়েছিলেন। পরে রানার বাবা, সুরেশ বাবু জমির চুক্তি নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি। বার বার জমির রেজিস্ট্রি করানোর কথা বললেও, তাঁর দিক থেকে কোনও সাড়া মেলেনি। পরে জানা যায় ছেলে রানার নামে ওই জমি করে দিয়েছেন সুরেশ।
এরপরেই আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী। আদালতের পক্ষ থেকে অভিনেতা ও তাঁর বাবাকে সমন পাঠানো হয়েছে। দুই জনকেই আটক করেছে পুলিশ।