‘লোকে মায়ের সম্পর্কে কটু কথা বলছে’ বিতর্কের মুখে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

হাতে মাত্রা আর কটা দিন তার আগেই বিতর্কের মুখে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। মুম্বইয়ের পতিতাপল্লী থেকে উঠে এসে গাঙ্গুবাইয়ের মাফিয়া ও সমাজকর্মী হয়ে ওঠার…

gangubai

হাতে মাত্রা আর কটা দিন তার আগেই বিতর্কের মুখে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। মুম্বইয়ের পতিতাপল্লী থেকে উঠে এসে গাঙ্গুবাইয়ের মাফিয়া ও সমাজকর্মী হয়ে ওঠার গল্পই ফুটর উঠবে এছবিতে। গাঙ্গুবাইয়ের নাম-ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। এই মুভি নিয়ে বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন খোদ গঙ্গুবাইয়ের পরিবার। তাঁদের দাবি, এই সিনেমায় গাঙ্গুবাইকে সমাজকর্মী না দেখিয়ে যৌনকর্মী হিসেবে তুলে ধরা হয়েছে। আর তাই চলচ্চিত্রটিকে ‘ভুল, ভিত্তিহীন এবং অশ্লীল’ বলেও মনে করছে গাঙ্গুবাইয়ের পরিবার।

২০২০ সালে গঙ্গুবাইকে নিয়ে ছবি হচ্ছে জানার পরই লড়াই শুরু তাঁর পরিবারের। বাবু রাওজির আইনজীবীর দাবি, ‘গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও প্রশ্ন তুলছেন, যে গঙ্গুবাই আদৌ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী।’ তিনি আরও জানান, গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা ভাল নয়। এ নিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং হুসেন জা়ইদিকে আইনি নোটিস পাঠালেও লাভের লাভ কিছু হয়নি।

এক সাক্ষাৎকারে গঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ বলেন, “আমার মাকে যৌনকর্মী হিসেব দেখানো হয়েছে ছবিতে। লোকে এখন আমার মায়ের সম্পর্কে কটু কথা বলছে।” গঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী জানান, ছবির প্রচার ঝলক দেখে পরিবারের সদস্যরা আঘাত পেয়েছেন। তাঁর কথায়, “গঙ্গুবাইয়ের চরিত্রকে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে ছবিতে। এক জন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে।”

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। সিনেমার গল্পটি হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’-এর একটি অধ্যায় থেকে সংগৃহীত। আলিয়া ছাড়াও এই চলচ্চিত্রে দেখা যাবে বিজয় রাজ এবং সীমা পাহওয়াকে। অজয় দেবগনকেও এই সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি