Partha Sarathi Deb: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা পার্থ সারথি, এখন কেমন আছেন

Partha Sarathi Deb

Partha Sarathi Deb: টলিপাড়া আবারও বিপাকে। আরও এক নক্ষত্র পতনের মুখে। বর্ষীয়ান ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে কাজ করেছেন পার্থ সারথি দেব। এছাড়াও ছোটপর্দায় ‘সত্যজিতের গপ্পো’ ‘বগলা মামা যুগ যুগ জিও’-তেও এই বর্ষীয়ান অভিনেতার অভিনয় ছিল অনবদ্য। ওদিকে আজকের বাংলা ধারাবাহিকের যুগের তিনি কিন্তু বেশ চেনা মুখ। কমেডি-ড্রামা ‘চুনি পান্না’, ‘জয়ী’তে দেখা গিয়েছে অভিনেতাকে। একজন বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন Partha Sarathi Deb।

সবমিলিয়ে এখন টলিউড ইন্ডাস্ট্রির অনেকটা ওই ছাদের মতো তিনি। আজ তাঁর গুরুতর অসুস্থতার খবরে শোকাকুল টলিপাড়া। এখন কেমন আছেন ৬৮ বছর বয়সি অভিনেতা! এর আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

   

এখন কেমন আছেন অভিনেতা পার্থ সারথি দেব

টানা ৩৫ দিন আইসিসিইউতে পার্থসারথি। সিওপিডির সমস্যাটা তাঁর দীর্ঘদিনের রয়েছে। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।নিউমোনিয়াও রয়েছে। সব মিলিয়ে এখন শারীরিক অবস্থার বড়ই অবনতি হয়েছে পার্থসারথির। রয়েছেন ভেন্টিলেশনে। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার জীবনের এই সংকট কালে সকলেই খুব চিন্তিত। এখনই কি তিনি ছেড়ে চলে যাবেন আমাদের। উঠছে প্রশ্ন। আসলে অভিনেতা পার্থ সারথি দেবের সিওপিডি আছে। চেস্ট ইনফেকশন থেকেই সমস্যা বাড়ছে বলে দাবি করছেন ডাক্তাররা। যদিও এখন পার্থ সারথি দেব ভালো রয়েছেন বলে খবর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Perfect Solutions (@perfect_solutions_casting)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন