বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে আম আদমি পার্টি (আপ)-র নেতা রাঘব চাড্ডা বিয়ের গুঞ্জন। সূত্রের খবর, তিনি এই বছরের অক্টোবর মাসেই রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। ইতিমধ্যে হয়ে গেছে এনগেজমেন্টও। এসবের মধ্যেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো।
পরিণীতি চোপড়ার ফ্যান ক্লাবগুলির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে রাঘব চাড্ডার সঙ্গে তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে লজ্জিত হয়েই অভিনেত্রী জবাব দেন, ‘আমি তখনই আপনাকে আমার ভবিষ্যত পরিকল্পনা বলতে পারব যখন কোনও পরিকল্পনা তৈরি হবে!’
সম্প্রতি, ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পরিণীতি এবং রাঘবের বাগদান অনুষ্ঠান হয়ে গিয়েছে এবং তা হয়েছে খুব ব্যক্তিগত পরিসরে। আত্মীয় ও কাছের বন্ধুদের উপস্থিতিতে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে তারা এই বছরের অক্টোবরে বিয়ে করতে প্রস্তুত। তবে হবু দম্পতি এখনও কিছু নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, গতমাসেই প্রথমবার রাঘব ও পরিণীতি চোপড়াকে প্রথমবার মুম্বইতে ডিনার ও লাঞ্চ ডেটে যেতে দেখা যায়। এরপর দিল্লিতে রাঘবের বাসস্থানেও গিয়েছিলেন পরিণীতি। দিল্লি বিমানবন্দর থেকে পরিণীতিকে গাড়িতে নিয়ে যান রাঘব নিজেই। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতেও দেখা গেছে নায়িকাকে।
প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার বন্ধুত্ব বহু পুরনো। লন্ডনে পড়ার সময় থেকে তাঁদের আলাপ, সেই সময় ছিল শুধুই বন্ধুত্ব। পরবর্তীতে প্রেমে পরিণতি পায়।