Parambrata: দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি মিশুকে নন পরমব্রত। তবে ইদের ঠিক বাংলাদেশে গিয়ে কিছু বেফাঁস বলে বসলেন। যা শুনে সকলের চোখই চড়কগাছ। এদিন পরমব্রত, পিয়াকে বিয়ের পর গত চার মাসে নিজের জীবনের নানান বদলের কথা তুলেছেন। বউ যে মোটেই রান্না ভালোবাসেন না, তাও বলে ফেলেছেন। সবটাই নিজের হাতে করে নেন পরমব্রত।
সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায়। এটা মাথাতেই আসে না পরমব্রতর।
এদিন নিজের সংসার জীবন নিয়ে কথা বলতে গিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি তো একটু বেশি বয়সে বিয়ে করেছি। এতদিন তো আমার সঙ্গে কেউ ছিল না। আমি তো পুরোটাই স্বাবলম্বী, নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখি। গতকাল থেকে আমার এয়ারপড খুঁজে পাচ্ছিলাম না। আজ বউ নাকি বলেছে সেগুলো তো তাঁরই ব্যাগে। পিয়াকে কাল রাখতে দিয়ে নিজেই ভুলেছিলেন সে কথা। তখনই পরম বুঝলেন আর বললেন যে, ‘আমার সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায়। এটা আস্তে আস্তে বসছে।
বউয়ের রান্নাবান্না নিয়েও বেশ কিছু কথা বলেছিলেন পরম। যেমন,
আমার স্ত্রী খুব একটা রান্না করতে পছন্দ করে না। আর পরম নাকি তাদের রান্না খেতে ভালোবাসেন যারা আদতে ভালো রান্না করেন। কখনও ইচ্ছে হলে পিয়া কেক বানান। সেই হাতে বানানো একটা কেক পরমেরও খুব প্রিয়। তবে, পরম নাকি আবার বেশ কিছু ভালো রান্না করেন, যেমন ডিমের ডালনা। অভিনেতার কথায়, ‘আমার হাতের ডিমের ডালনা খেতে ও ভালোবাসে’।
উল্লেখ্য, গর 27 নভেম্বর বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁদের ডিভোর্সের 2 বছর যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধেছেন পিয়া। সুখেই আছেন। একে অপরের খামতি গুলো হাইলাইট না করে সেগুলো নিজেদের মতো করে গুছিয়ে নিয়েই জীবন কাটাচ্ছেন।