মুম্বই: ‘মহাভারত’-এর কর্ণ আর নেই। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। বুধবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। গত কয়েক মাসে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ বিকেল ৪টেয় মুম্বইয়ের সান্তাক্রুজের পওন হান্স শ্মশানে।
‘মহাভারত’-এ কর্ণের আইকনিক চরিত্রে অভিনয়
১৯৮৮ সালে বি. আর. চোপড়ার পরিচালিত টেলিভিশন সিরিজ ‘মহাভারত’-এ কর্ণের আইকনিক চরিত্রে অভিনয় করে গোটা দেশে অমর হয়ে যান পঙ্কজ ধীর। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম প্রথম ‘অ্যান্টি-হিরো’ হিসেবেই জায়গা করে নিয়েছিলেন তিনি। কর্ণের আত্মপরিচয় খোঁজা, সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবং যুদ্ধক্ষেত্রে মর্যাদা প্রতিষ্ঠার যাত্রাকে পর্দায় এক অনন্য গভীরতায় তুলে ধরেছিলেন এই অভিনেতা।
একাধিক চরিত্রে অভিনয় Pankaj Dheer Passes Away
তবে ‘মহাভারত’-এর কর্ণ ছাড়াও পঙ্কজ ধীরের অভিনয় জীবন ছিল বিস্তৃত ও বৈচিত্র্যময়। ‘চন্দ্রকান্তা’-র বিষপুরুষ রাজা শিবদত্ত চরিত্রে তাঁর অভিনয়ও আজও দর্শকের স্মৃতিতে অমলিন। টেলিভিশনের পাশাপাশি ‘সোলজার’, ‘আন্দাজ’, ‘বাদশাহ’, ‘তুমকো না ভূল পায়েঙ্গে’-র মতো বলিউড ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দায় তাঁর সাম্প্রতিক কাজগুলির মধ্যে রয়েছে ‘সসুরাল সিমর কা’, ‘ধ্রুব তারা – সময় সদি সে পারে’ (২০২৪) এবং ২০১৯ সালের ওয়েব সিরিজ ‘পয়জন’।
সৃজনশীল মনের মানুষ
অভিনয় জগতের বাইরেও পঙ্কজ ধীর ছিলেন এক সৃজনশীল মনের মানুষ। তাঁর বাবা ছিলেন চলচ্চিত্র নির্মাতা সি. এল. ধীর, যিনি গীতা বলির সঙ্গে ‘বাহু বেটি’ ও ‘জিন্দগি’-র মতো ছবি পরিচালনা করেছিলেন। সেই পারিবারিক উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে যান পঙ্কজ। তাঁর ভাই সৎলুজ ধীরের সঙ্গে মুম্বইয়ে প্রতিষ্ঠা করেন ‘ভিসাজ স্টুডিওজ’, যেখানে বহু নামী প্রযোজনা সংস্থা আজও শুটিং করে। পাশাপাশি, নবীন অভিনেতাদের প্রশিক্ষণের জন্য তিনি ২০১০ সালে শুরু করেন ‘অভিনয় অ্যাকটিং অ্যাকাডেমি’।
পুত্র নিকিতিন ধীরও যুক্ত অভিনয় জগতের সঙ্গে
অভিনেতার পরিবারও বলিউডে সুপরিচিত তাঁর পুত্র নিকিতিন ধীর অভিনয় করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘জোধা আকবর’, ‘সূর্যবংশী’-র মতো হিট ছবিতে। তাঁর পুত্রবধূ কৃতিকা সেঙ্গার জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ঝাঁসি কি রানি’-এর মুখ্য চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনে থেকে গিয়েছেন পঙ্কজ ধীর। টেলিভিশনের এক প্রজন্ম তাঁকে মনে রাখবে কর্ণ হিসেবে, সেই যোদ্ধা, যিনি নিজের ভাগ্য ও সমাজের সীমারেখাকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর প্রয়াণে বিনোদন জগতে নেমেছে গভীর শোকের ছায়া।