Panchayet 3:কবে আসতে চলেছে পঞ্চায়েত সিজিন ৩, জানা গেল সম্ভাব্য তারিখ

panahayet 3

কবে আসবে আবার সচিবজি? কবেই বা আবার ফুলেরা গ্রামের সহজ সরল জীবনটা আমাদের মোবাইল ফোনের রঙিন স্ক্রীনে ফুটে উঠবে? অধীর আগ্রহে অপেক্ষা করছে অসংখ্য ভক্তকুল। ইতিমধ্যেই আমাজন প্রাইম পঞ্চায়েত সিজিন ৩ আসার ঘোষণা করলেও কবে আসছে সেটা এখনও জানা যায়নি। কিন্তু ভক্তকুলের যে অপেক্ষা আর ধরে না! ফুলেরা গ্রামের প্রধান, উপপ্রধান, প্রধানের স্ত্রী এবং তাঁর মেয়ে। সঙ্গে পঞ্চায়েত সচিবের যে অসাধারন মেলবন্ধনে যে চিত্রনাট্যটি তৈরি হয়েছ যা ওয়েব প্ল্যাটফর্মের দুনিয়ায় একটি মাইলস্টোন।

একটি ইংরাজি দৈনিকের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে আগামী মে মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে পঞ্চায়েত সিজিন ৩-এর। জানা গিয়েছে, আইপিএল চলার জন্য এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়েব সিরিজটির নির্মাতারা মনে করছেন আইপিএল চলার জন্য অনেকেই মনসংযোগ দিয়ে এই সিরিজটি দেখতে পারবেন না। উপরন্তু অনলাইনে কেউই দর্শক ভাগাভাগি হয়ে যাক সেটা চাই না বলেই আইপিএল মিটলে এই সিরিজটি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

   

পঞ্চায়েত সিজিন ২ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সচিবজির ট্রান্সফারের নির্দেশ এসেছে। এইবার কি তবে ফুলেরা গ্রাম ছেড়ে অন্য কোথাও তাঁকে চলে যেতে হবে ? গল্পে কি আসবে আবার নতুন মোড় ? পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে কি প্রেম জমবে সচিবজির ? সেই উত্তরের আশায় রয়েছে অনেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন