Jitendra Kumar: সিজেন শেষ, খোশ মেজাজে ধরা দিলেন পঞ্চায়েতের সচিবজি, দেখুন ছবিতে

সম্প্রতি আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) প্ল্যাটফর্মে পঞ্চায়েতের (Panchayat) তৃতীয় সিজেনের (Third Season) মুক্তি উপলক্ষে নতুন ফটোশুট করলেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। নতুন সিজেনটি…

Jitendra Kumar: সিজেন শেষ, খোশ মেজাজে ধরা দিলেন পঞ্চায়েতের সচিবজি, দেখুন ছবিতে

সম্প্রতি আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) প্ল্যাটফর্মে পঞ্চায়েতের (Panchayat) তৃতীয় সিজেনের (Third Season) মুক্তি উপলক্ষে নতুন ফটোশুট করলেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। নতুন সিজেনটি মুক্তি পাওয়ার দিনই ১৬টি দেশে এক নম্বর স্পটে ট্রেন্ড করে সিরিজটি। বোঝাই যাচ্ছে পর পর সাধারণ মানুষের মনে জয় করতে সক্ষম এই সিরিজ। সিরিজ শেষ আপাতত শিল্পীদের ছুটি। এমন দিনেই নতুন ফটোশুটে ধান খেতে খোশ মেজাজে ধরা দিলেন ফুলেরা গ্রাম পঞ্চায়েতের সচিবজি জিতেন্দ্র কুমার।

Jitendra Kumar: সিজেন শেষ, খোশ মেজাজে ধরা দিলেন পঞ্চায়েতের সচিবজি, দেখুন ছবিতে

তাঁর সোশ্যাল মিডিয়াতে সিরিজের প্রচারে একটি নতুন ফটোশুট করেছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। সেই ফটোশুট থেকে বেশ কিছু ছবি মঙ্গলবার শেয়ার করেছেন তিনি। ছবিগুলিতে কখনও ঘাস, কখনও খড়ের গাদার ওপর হাসিমুখে বসে রয়েছেন তিনি। তাঁর চারদিকে রয়েছে সূর্যমুখী ফুল। এগুলির মাঝেই নানান মেজাজে ধরা দিলেন ফুলেরা গ্রামের সচিবজি, অভিষেক ত্রিপাঠি। সিরিজে সচিবের ভূমিকায় রয়েছেন জিতেন্দ্র কুমার।

মুখ ফস্কে মির্জাপুরের তৃতীয় সিজেনে জনপ্রিয় চরিত্রের ক্যামিও ফাঁস করলেন আলি ফজল!

ছবিগুলিতে গায়ে ফুল আঁকা একটি জ্যাকেট পরে রয়েছেন জিতেন্দ্র (Jitendra Kumar)। জ্যাকেটের নিচে পরেছেন হলুদ রঙের টপ এবং গোলাপি রঙের প্যান্ট। গলায় জিতেন্দ্র পরেছেন একটি রুপোর চেন। ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছেন, “স্রোতে প্রস্ফুটিত!!”(Blooming in the flow)। জিতেন্দ্রর ছবিগুলি তুলেছেন রিধিকা মেহরা, তাঁর চুল এবং মেকাপের দায়িত্বে রয়েছেন শেনোয়া ফার্নান্দেস। জিতেন্দ্রর সামগ্রিক স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন মোহিত রাই।

Advertisements

Jitendra Kumar: সিজেন শেষ, খোশ মেজাজে ধরা দিলেন পঞ্চায়েতের সচিবজি, দেখুন ছবিতে

এই ফোটোশুটটি আমাজন প্রাইম ভিডিওর প্রচারের একটি প্রকল্প। এর আগে সিরিজের সমস্ত কলাকুশলীদের নিয়ে একটি ফুলে ঘেরা পরিবেশে একটি ফটোশুট করে নির্মাতারা। জিতেন্দ্রর এই ফটোশুটটিও আগের ফটোশুট সিরিজেরই অংশ। ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি । সর্বোচ্চ রেটিং পেয়েছে এর তৃতীয় সিজেন। তারই মাঝে নানান রকম প্রচার কৌশল রাখছেন নির্মাতারা।