অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিজিন ৩। কিছু দিন আগেই উদ্যোগতারা একটি মজার খেলা খেলে বলেছিল কবে পঞ্চায়েত সিজিন ৩ আসবে দেখতে! তাও নাকি লাউ সরিয়ে দেখতে! এতেই বিপুল হইহুল্লোড় পড়ে যায়। কেউ কেউ হতাশ হয়ে লেখেন, নির্মাতাদের এমন করা উচিত হয়নি। কেউ তো লেখেন, অ্যামাজন প্রাইম আনফলো করে দেব। কিন্তু সেই বহু প্রতীক্ষার অবসান ঘটল। সবার প্রিয় সিরিজ পঞ্চায়েত সিজিন ৩ মুক্তি পেতে চলেছে আগামী ২৮ শে মে। অ্যামাজন প্রাইমে দেখা যাবে ওয়েব সিরিজটি।
কবে আসবে আবার সচিবজি? কবেই বা আবার ফুলেরা গ্রামের সহজ সরল জীবনটা আমাদের মোবাইল ফোনের রঙিন স্ক্রীনে ফুটে উঠবে? অধীর আগ্রহে অপেক্ষা করছিল অসংখ্য ভক্তকুল। ইতিমধ্যেই আমাজন প্রাইম পঞ্চায়েত সিজিন ৩ একটি পোস্টার প্রকাশ হয়েছে।কিন্তু ভক্তকুলের যে অপেক্ষা আর ধরে না! কবে আসবে ২৮শে মে? ফুলেরা গ্রামের প্রধান, উপপ্রধান, প্রধানের স্ত্রী এবং তাঁর মেয়ে। সঙ্গে পঞ্চায়েত সচিবের যে অসাধারন মেলবন্ধনে যে চিত্রনাট্যটি তৈরি হয়েছ যা ওয়েব প্ল্যাটফর্মের দুনিয়ায় একটি মাইলস্টোন।
পঞ্চায়েত সিজিন ২ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সচিবজির ট্রান্সফারের নির্দেশ এসেছে। এইবার কি তবে ফুলেরা গ্রাম ছেড়ে অন্য কোথাও তাঁকে চলে যেতে হবে ? গল্পে কি আসবে আবার নতুন মোড় ? পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে কি প্রেম জমবে সচিবজির ? সেই উত্তরের আশায় রয়েছে অনেকে।