Jugjugg Jeeyo: করণের বিরুদ্ধে গান চুরির অভিযোগ পাক গায়কের

Jugjugg Jeeyo

প্রকাশ্যে এসেছে ‘যুগ যুগ জিও ‘ (Jugjugg Jeeyo) এর ট্রেলার। আর এর পরই শুরু হয়ে যায় জোর বিতর্ক। ছবির প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন ভারতীয় লেখক বিশাল এ. সিং, অন্যদিকে গান চুরির অভিযোগ পাকিস্তানি গায়ক আবরার উল হকের। রাজ মেহতার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধবন, কিয়ারা আডবাণী, প্রাযক্তা কোলি, মণীশ পাল।

রবিবার ট্রেলার প্রকাশ্যে আসার পর টুইটারে বিশাল এ, সিং অভিযোগ করেন, এই গল্প তিনি ‘বান্নিরানি’ নামের সিনেমা তৈরির জন্য নথিভূক্ত করিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে গল্পটি করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনকে ই-মেলের মাধ্যমে পাঠিয়েছিলেন। যৌথভাবে ছবিটি প্রযোজনাও করতে চেয়েছিলেন। করণের সংস্থা থেকে সেই মেলের উত্তরও দেওয়া হয়েছিল। তারপরও গল্প চুরি করে নেওয়া হয়েছে বলেই অভিযোগ বিশালের।

   

শুধু গল্প নয়, গান চুরিরও অভিযোগ উঠেছে। পাকিস্তানি এক গায়ক জানিয়েছেন, ‘নাচ পাঞ্জাবন’ নামের যে গান ‘যুগ যুগ জিও’ ছবিতে রয়েছে, সেই গানের কপিরাইট তাঁর কাছে রয়েছে। আর এরপরই নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, করণ জোহার এর মতো একজন মানুষ কিভাবে অন্যের গল্প অন্যের গান চুরি করে নিজের সিনেমাতে ব্যবহার করেছেন। ২৪ জুন মুক্তি পেতে চলেছে ‘যুগ যুগ জিও ‘।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন