‘হনুমানজি’র পাশে বসে ‘আদিপুরুষ’ দেখার সুযোগ পাবেন আপনিও

মাত্র তিন দিনের অপেক্ষা, মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। তারা ঠিক করেছিলেন, এবার প্রতিটা সিনেমাহলে একটি করে আসন সংরক্ষিত রাখা হবে হনুমনজির নামে। তাকে উত্‍সর্গ করেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে তিনি জানিয়েছিলেন, “যেখানে-যেখানে রামায়ণ উচ্চারণ হবে, সেখানে সেখানেই হনুমানজির বাস। এই বিশ্বাসকে সম্মান দিয়ে আদিপুরুষ টিম গোটা সিদ্ধান্ত নিয়েছে এবার একটি করে আসন হনুমনজির নামে সংরক্ষিত করা হল। এই আসন বিক্রি করা হবে না। রামকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।”

   

ভগবানের জন্য নির্দিষ্ট আসনের পাশে বসে ছবি দেখার অভিজ্ঞতা এর আগে কারও হয়নি। এবার সেই সুযোগ করে দিচ্ছে আদিপুরুষ। কোনও অলৌকিক বিষয় নয়, হনুমানজির নামে নির্দিষ্ট একটি আসন আদিপুরুষ দেখানো প্রতিটা প্রেক্ষাগৃহে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

সেই আসনের পাশের আসনে বসে ছবি দেখতে গেলেই লাগবে নাকি মোটা টাকা? এমনই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এই খবর গুজব বলে, জানিয়ে দেওয়া হল টিম আদিপুরুষের তরফ থেকে। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না এই আসনের পাশে বসে ছবি দেখতে।

চলতি মাসে ১৬ জুন মুক্তি পাচ্ছে আদিপুরুষ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবি আদীপুরুষ-এর ট্রেলার। ছবির খবর সামনে আসার পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে হয়েছে প্রভাস তথা গোটা আদীপুরুষ টিমকে।

১০,০০০ টিকিট ইতিমধ্যেই কিনে ফেলেছেন রণবীর কাপুর। দুস্থ শিশুদের এই ছবি দেখানোর জন্যই এমন সিদ্ধান্ত নেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন