HomeEntertainmentTollywood: একসঙ্গে ফিরছেন করুণাময়ী রানী রাসমণি এবং মা সারদা

Tollywood: একসঙ্গে ফিরছেন করুণাময়ী রানী রাসমণি এবং মা সারদা

- Advertisement -

আরও একবার একসঙ্গে ফিরছেন করুণাময়ী রানী রাসমণি এবং মা সারদা। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিক জি বাংলার একটা কালজয়ী ধারাবাহিক। করুণাময়ী রানী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়া সাধারণ মানুষের মনে একদম চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন। পরে সারদারূপে পরবর্তীকালে সন্দীপ্তা সেনও মানুষের মনে জায়গা করে নেন। এই দু’জন আবার একসঙ্গে । তবে কোনও ধারাবাহিক নয়। জানা গিয়েছে দিতিপ্রিয়া এবং সন্দীপ্তা একসঙ্গে একই ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন।

দিতিপ্রিয়া চুটিয়ে বাংলা সিনেমা করে যাচ্ছেন। আয় খুকু আয়, অভিযাত্রিক, কলকাতা চলন্তিকা পরপর রিলিজ করেছে। আবার সামনেই রয়েছে তার দুটি ছবির মুক্তি। অন্যদিকে সন্দীপ্তা সেন অঞ্জন দত্ত পরিচালিত মার্ডার ইন দ্য হিলস ওয়েব সিরিজে শেষ অভিনয় করেছেন।

   

উল্লেখ্য, ১৪ বছর আগে সন্দীপ্তা সেন দুর্গা ধারাবাহিকের মধ্যে দিয়ে চূড়ান্ত সাফল্য লাভ করেন আর সেখানে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular