নুসরত (Nusrat Jahan) টলিউডের বহু চর্চিত নাম। দাম্পত্য, বিচ্ছেদ, বিচ্ছেদের পর প্রেম-এমনকি সন্তানের জন্ম সবেতেই চর্চার শিখরে থাকেন অভিনেত্রী। আর এবার আবারও কটাক্ষের শিকার হলেন তিনি। এবার সোজা পর্ণ ছবিতে অভিনয় করার পরামর্শ দেওয়া হল তাকে।
সোস্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় নুসরাত। প্রতিদিন নতুন নতুন আপডেট দেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ।’
যদিও ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই বোঝাতে চেয়েছেন নুসরত। তবে ছবি দুটি পোস্ট করা মাত্রই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। একদল নেটিজেন নুসরাতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দেন। আরেকদল কটাক্ষ করেছেন সাংসদ অভিনেত্রীকে। এমনকি এক নেটিজেন তো নুসরতকে পর্ণ ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, সেই ভিডিওটি দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
আবার অনেক সমালোচক নুসরাতের রাজনৈতিক পরিচিতির কথা স্মরণ করিয়ে দেন। বলেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের এ ধরনের খোলামেলা ছবি দেওয়া অনুচিত। এ ধরনের সমালোচনা নুসরাতের জন্য নতুন নয়। তবে বরাবরের মতো এসব সমালোচনায় কর্ণপাত করেননা অভিনেত্রী।